কলকাতা, ১৩ সেপ্টেম্বর: মঙ্গলবার বিজেপির (BJP) নবান্ন অভিযানে কার্যত রণক্ষেত্রের রূপ নেয় কলকাতার (Kolkata) বিভিন্ন অংশ। মঙ্গলবার সময় যত গড়াতে শুরু করে, তত তীব্র হয় বিজেপির বিক্ষোভ। সাঁতরাগাছি, হাওড়া-সহ কলকাতার বিভিন্ন অংশে যখন পুলিশকে লক্ষ্য করে বিজেপির কর্মী, সমর্থকরা ইট বৃষ্টি শুরু করে, সেই সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পালটা জল-কামান, কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়।
পুলিশকে (Police) লক্ষ্য করে ক্রমাগত ইট, পাথর ছোঁড়া হলে, প্রশাসনের কর্মীদেরও নিজেদের আত্মরক্ষার চেষ্টা করতে হয়। ফলে বেশ কয়েকজন পুলিশ কর্মী যেমন রক্তাক্ত হন, তেমনি অসুস্থ হয়ে পড়েন গেরুয়া শিবিরের বেশ কিথু কর্মী, সমর্থক।
Senior @BJP4Bengal Leader Smt Meena Devi Purohit, former Deputy Mayor, Kolkata Municipal Corporation has been brutalized by WB Police.
Isn't she 'Banglar Mey'??
Speaking against corruption has become a crime in Bengal.@amitmalviya | @BLSanthosh#CholoNobanno #TMCDictatorship pic.twitter.com/Y4COueXTlG
— Raju Bista (@RajuBistaBJP) September 13, 2022
এসবের মাঝেই বিজেপি নেত্রী মীনাদেবী পুরোহিত আহত হন। বিজেপি সাংসদ রাজু বিস্ত নিজের ট্যুইটার হ্যান্ডেলে মীনাদেবী পুরোহিতের ভিডিয়ো শেয়ার করেন। শুধু তাই নয়, মীনাদেবী পুরোহিত কি বাংলার মেয়ে নন বলে প্রশ্ন তোলেন দার্জিলিংয়ের সাংসদ।