মালদহে বিজেপি কর্মীকে নৃশংসভাবে খুন, প্রমাণ লোপাটে অ্যাসিডে ঝলসে দেওয়া হল দেহ
মালদহে খুন বিজেপি কর্মী(Photo Credit ANI)

কলকাতা, ১২ মে, ২০১৯: সন্দেশ খালি, ভাটপাড়ার পর ফের রাজনৈতিক খুন। ‌মালদহে(Maldha) ‌নৃশংসভাবে খুন করা হল বিজেপি (BJP)নেতাকে। প্রমান লোপাটে অ্যাসিড ঢেলে দেহ ঝলসে দেওয়ার চেষ্টা। পলাস্টিকে মুড়ে গ্রামেই দেহ ফেলে রাখল দুষ্কৃতীরা। মালদার ইংরেজবাজারের কমলাবাড়ি যদুপুর এলাকার ঘটনায় সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে।

বুধবার সকালে বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরে উদ্ধার হয় তাঁর ঝলসানো দেহ। ঘটনায উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। তৃণমূল (TMC)আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে বলে অভিযোগ বিজেপির। আরও পড়ুন,বিজেপির লালবাজার অভিযান ঘিরে উত্তেজনা শহরে, বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন ৩০০০ পুলিস

কমলাবাড়ির যদুপুর এলাকার বাসিন্দা অসিত সিংহ রবিবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকেরা জানিয়েছেন, রবিবার জল খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন অসিত। তারপর আর বাড়ি ফেরেননি। বিজেপির জেলা সভাপতি সঞ্জীব মিশ্রের দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে। কারণ দেহ উদ্ধার হয়েছে মোস্তাক আলি নামে স্থানীয় এক তৃণমূল কংগ্রেস কর্মীর জমিতে। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে।