কসবা: পূর্ব মেদিনীপুরের (East Medinipur) কসবা গ্রাম পঞ্চায়েত (Kasba Gram Panchayat) এলাকার একটি ঝোপের ধার থেকে উদ্ধার হল এক বিজেপি কর্মীর (BJP worker) মৃতদেহ। ২১ বছর বয়সী ওই বিজেপি কর্মীর নাম বিকাশ দে (Bikash Dey)।
বুধবার বিকেলে বিজেপি বেঙ্গলের (BJP Bengal) ভেরিফায়েড (verified) টুইটার অ্যাকাউন্ট (Twitter account) থেকে ওই যুবকের মৃত্যুর খবরটি পোস্ট (post) করার হয়। তাতে অভিযোগ করা হয়েছে, পূর্ব মেদিনীপুরের কসবা গ্রাম পঞ্চায়েত এলাকার সক্রিয় বিজেপি কর্মী (active BJP worker) ২১ বছরের বিকাশ দে-কে খুন (killed) করেছে তৃণমূলের গুণ্ডারা (TMC miscreants)। ওই যুবকের একটাই ভুল (mistake) হয়েছিল, তা হল তিনি গণতন্ত্র (democracy) রক্ষার লড়াই করছিলেন। মমতার শাসনে (Mamata’s law) দোষীরা (guilty) সুরক্ষা পায় আর বিরোধীদের (opposition) নির্মমভাবে (ruthlessly) হত্যা (killed) করা হয়।
21-year-old Bikash Dey, an active BJP worker from Kasba Gram Panchayat, East Medinipur, was killed by TMC miscreants. His grave mistake was that he tried to protect the fabric of democracy.
Under Mamata’s law, the guilty get immunity & the opposition is killed ruthlessly. pic.twitter.com/FfPsk6PCxl
— BJP Bengal (@BJP4Bengal) November 23, 2022