আরজি কর কাণ্ডের প্রতিবাদে আগামী মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান। আর এই অভিযান শুরুর আগেই বিজেপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে দুই ব্যক্তির কথোপকথনে উঠে আসে খুনের পরিকল্পনা। আর এই ভিডিয়ো প্রকাশ্যে আসার ঘন্টাখানেকের মধ্যেই ঘাটাল থেকে দুই বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এই ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব। সোমবার রাতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেছেন, "নবান্ন অভিযান ঘিরে পুলিশের সাজো সাজো রব। ভারত-পাকিস্তানের যুদ্ধ হলে যতটা ব্যারিকেড লাগানো হয়, আগামীকালের মিছিলকে আটকাতে নবান্নের সামনে তাঁর থেকে বেশি ব্যারিকেড লাগানো হচ্ছে"।
সেই সঙ্গে সুকান্ত আরও বলেন, "এই আন্দোলনে যাতে ছাত্রছাত্রীরা না আসে তার জন্য ভয়ের বাতাবরণ ছড়ানোর চেষ্টা করছে রাজ্য পুলিশ। এবং বলা হচ্ছে যে কিছু লোক নাকি পুলিশের পোশাক পরে একটি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করবে যার ফলে রাজ্যে আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে। আইন শৃঙ্খলা ঠিক রাখা পুলিশের কাজ, আইজির কাজ শুধু সাংবাদিক সম্মেলন করা নয়। আইজি উশৃঙ্খল, পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো ভয় পেয়েছে, তাই মেঘের আড়ালে থেকে তীর ছোঁড়ার চেষ্টা করছে। নিজেদের সামনে থেকে মোকাবিলা করার সাহস নেই তাই পুলিশকে সামনে আনছে"।
Kolkata, West Bengal: BJP State President Sukanta Majumdar criticized West Bengal Chief Minister Mamata Banerjee, alleging that she is frightened by the agitation of the student community and is using her administration's efforts to suppress the unrest pic.twitter.com/NYD5BReebs
— IANS (@ians_india) August 26, 2024