দেশজুড়ে ব্রাত্য বাঙালিরা? বিজেপিশাসিত একাধিক রাজ্য থেকে বাঙালি হেনস্থার অভিযোগ উঠছে। এমনকী দিল্লিতে তো বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে তকমা দিচ্ছে এক পুলিশ আধিকারিক। এই অবস্থায় কী হবে এই রাজ্যে বাঙালিদের ভবিষ্যত। যাঁরা ৭২ সাল বা তার আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন, বিশেষ করে হিন্দুরা, তাঁদের ভবিষ্যত কী হবে, এই আতঙ্ক তাড়া করে বেরাচ্ছে অনেককে। এই আতঙ্কে রিজেন্ট পার্কে (Regent Park) বছর ৫৯-এর এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। নাম- দিলীপ কুমার সাহা। এই ঘটনা সামনে আসতে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে তৃণমূল নেতৃত্ব।

বিজেপির উদ্দেশ্যে বার্তা ব্রাত্য বসুর

রবিবার দিল্লি পুলিশের বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমা দেওয়ায় প্রতিবাদ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এবার দিলীপ সাহার মৃত্যু নিয়ে তৃণমূলের রাজ্য নেতৃত্ব প্রতিবাদ দেখাতে শুরু করেছেন। এই ইস্যুতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, বিজেপি সারা ভারতজুড়ে যেভাবে বাঙালি-বিরোধী মনোভাব ছড়িয়ে দিয়েছে যে এখন অনেকেই আতঙ্কে ভুগছেন। দিলীপ কুমার সাহা নামে ওই ব্যক্তিও দীর্ঘদিন ধরে আতঙ্কে ভুগে আত্মঘাতী হয়েছেন। এই ধরণের ভাষাগত শ্বাসরোধ ও আগ্রাসন বাংলায় বিজেপি ছড়ানোর চেষ্টা করছে। বিজেপির উচিত এই ধরনের রাজনীতি অবিলম্বে প্রত্যাহার করা।

কী বলছে বিজেপি?

প্রসঙ্গত, রিজেন্ট পার্কের বাসিন্দা দিলীপ সাহা ১৯৭২ সালে পরিবার নিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। এদিন বাড়ি থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। এই প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এর সঙ্গে এনআরসি যোগের কিছু নেই। মৃত ব্যক্তি মানসিক সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন।