কলকাতা, ১৪ সেপ্টেম্বর:  বিজেপির নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) চূড়ান্তভাবে আক্রান্ত পুলিশ।  নবান্ন অভিযানে বাধা পেয়ে কর্তব্যরত পুলিশকর্মীদের বেধড়ক পিটিয়েছে বিজেপি সমর্থকরা। লালবাজারের সেন্ট্রাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়ের উপরে হামলা চালিয়েছে বিজেপি কর্মীরা। বেধড়ক মারধরের জেরে তাঁর হাত ভেঙেছে। এখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন আছেন দেবজিৎ চট্টোপাধ্যায়। পুলিশকে খুনের চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও পড়ুন-Queen Elizabeth II Last Rites: এডিনবার্গ থেকে প্রয়াত রানির শেষ ফ্লাইট লন্ডন পর্যন্ত ট্রাক করল ৫০ লক্ষেরও বেশি মানুষ, তথ্য

উল্লেখ্য, গতকাল নবান্ন অভিযান শেষ হতেই লালবাজারের অ্যান্টি রাউডি স্কোয়াড আসরে নামে। অভিযানের সময়কার সংঘর্ষের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ আগেই চারজনকে শনাক্ত করে রেখেছিল। শিয়ালদা, বেলেঘাটা ও ইএম বাইপাস  থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ৩০৭ ধারায় খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, হিংসা ছড়ানোর মতো আইনে মামলা রুজু হয়েছে। পুলিশের গাড়িতে গতকাল আগুনও ধরিয়ে দেয় বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা।