কলকাতা, ২ জুন: কেকে-র (KK) মৃত্যু কীভাবে হল, সে বিষয়ে তদন্তের দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখলেন বিজেপি সাংসদ সৌমিত্র খান। যেখানে কেকের অনুষ্ঠান ছিল, সেখানে ৩ হাজার মানুষের পরিবর্তে কীভাবে ৭ হাজার দর্শক হাজির হন, সে বিষয়ে প্রশ্ন তোলেন সৌমিত্র খান (Saumitra Khan)। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস নেতারা কেকের অনুষ্ঠানে হাজিল হলেও, সেখানে কেন এসি কাজ করছিল না, সে বিষয়টিও খতিয়ে দেখা হোক বলে দাবি করেন সৌমিত্র খান।
WB BJP MP Saumitra Khan writes to Union HM Amit Shah on singer KK's death seeking enquiry on "permitting 7000 people inside auditorium instead of its capacity of 3000, on why show was held when ACs weren't functioning & on presence of TMC leaders in the hospital KK was admitted" pic.twitter.com/Noi78riYYV
— ANI (@ANI) June 2, 2022
আজ শেষকৃত্য সম্পন্ন হয় কেকের। মুম্বইয়ের ভরসোভা শ্মশানে পঞ্চভূতে বিলীন হয়ে যায় কেকের নশ্বর দেহ। চোখের জলে শেষ বিদায় জানানো হয় সুরের জাদুকরকে। তবে কেকের মৃত্যুর পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: KK Dies: শেষ যাত্রায় কেকে, চোখের জলে বিদায় শিল্পীকে
নজরুল মঞ্চে অনুষ্ঠানের সময় অত্যন্ত ভিড়ে চাপ, এসি বন্ধ সহ একাধিক অভিযোগ উঠে আসতে শুরু করেছে কেকের মৃত্যুর পর।