মুম্বই, ২ জুন: শেষ যাত্রায় কেকে (KK)। মুম্বইয়ের (Mumbai) ভরসোভা শ্মশানে বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হবে জনপ্রিয় গায়ক কেকে-র। কৃষ্ণকুমার কুন্নাথের শেষ যাত্রায় কার্যত উপচে পড়তে শুরু করে মানুষের ভিড়। দেখুন...
#WATCH | The mortal remains of singer #KK are being taken to Mumbai's Versova crematorium for last rites. pic.twitter.com/XZqHsrtfXE
— ANI (@ANI) June 2, 2022
মঙ্গবার নজরুল মঞ্চে অনুষ্ঠানের সময় থেকেই দরদর করে ঘামতে শুরু করেন কেকে। বারবার তোয়ালে দিয়ে মুখ মুছতে শুরু করেন তিনি। উপচে পড়া ভিড়ের মধ্যে এসিও বন্ধ ছিল বলে অভিযোগ। সবকিছু মিলিয়ে নজরুল মঞ্চে অনুষ্ঠান করার সময় থেকেই অসুস্থবোধ করেন কেকে। এরপর ধর্মতলার হোটেলে ফিরে সেখানকার কর্মীদের কাছে অসুস্থতার কথা জানান। হোটেলের ঘরে পড়েও যান তিনি। সঙ্গে সঙ্গে গায়ককে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: KK Dies: প্রকাশ্যে কেকে-র ময়না তদন্তের রিপোর্ট, কী রয়েছে সেখানে দেখুন
কেকে-র মৃত্যুর (KK Dies) পর থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে।