কলকাতা, ১ জুন: হৃদযন্ত্রের সমস্যা ছিল কেকে-র (KK)। ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিকভাবে এই তথ্যই সামনে আসছে কেকের মৃত্যু নিয়ে। তবে এখনও পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। বিশ্লেষণের পর পূর্ণাঙ্গ রিপোর্ট সামনে আসবে। তবে প্রাথমিক রিপোর্টে কেকে-র মৃত্যু নিয়ে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি বলে খবর।
মঙ্গবার নজরুল মঞ্চে অনুষ্ঠানের সময় থেকেই দরদর করে ঘামতে শুরু করেন কেকে। বারবার তোয়ালে দিয়ে মুখ মুছতে শুরু করেন তিনি। উপচে পড়া ভিড়ের মধ্যে এসিও বন্ধ ছিল বলে অভিযোগ। সবকিছু মিলিয়ে নজরুল মঞ্চে অনুষ্ঠান করার সময় থেকেই অসুস্থবোধ করেন কেকে। এরপর ধর্মতলার হোটেলে ফিরে সেখানকার কর্মীদের কাছে অসুস্থতার কথা জানান। হোটেলের ঘরে পড়েও যান তিনি। সঙ্গে সঙ্গে গায়ককে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কেকে-র মৃত্যুর (KK Dies) পর থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: KK Dies: অনুষ্ঠানের মাঝে বারবার তোয়ালে দিয়ে মুখ মুছছিলেন, ঘামছিলেন কেকে, দেখুন সেই ভিডিয়ো
পাশাপাশি কেকে-র মৃত্যুর পর অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয় নিউ মার্কেট থানার পুলিশের তরফে।