অর্জুন সিং(File pic)

কলকাতা, ৮ জুলাই: আজানের (Azaan) সময় লাউডস্পিকার (loudspeakers) আর অ্যামপ্লিফায়ার ব্যবহারের উপর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে কলকাতা হাইকার্টে (Calcutta High Court) মামলা করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (BJP MP Arjun Singh)। মামলা দায়ের করার খবর নিজেই জানিয়েছেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে গতকাল এই প্রসঙ্গে একটি মামলা দায়ের করেন সাংসদ অর্জুন সিংহ। তবে চলতি সপ্তাহেই এই মামলার শুনানি ঘোষণা করা হতে পারে।

অর্জুন সিং-র অভিযোগ, আজানের আওয়াজ মাইকের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে। এমনকি ৫ কিমি দূর থেকেও পরিষ্কার শোনা যায়। এতে শব্দদূষণ তো বটেই, এমনকি কোভিডের গাইড লাইনও মান্য হচ্ছে না। এর ফলে মানুষের স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে বলে। আরও পড়ুন: Weather Update: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কয়েকটি জেলা

পাশাপাশি তিনি আরও বলেন, সরকারি অনুমতি ব্যতীত রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত উচ্চস্বরে মাইক বাজানোর নিয়ম নেই। উৎসব ও অনুষ্ঠানে এই নিয়মের ব্যতিক্রম থাকলেও আজানের সময় এই নিয়ম কখনই মানা হয় না।