Photo Credits: ANI

হাওড়া: রাম নবমীর শোভাযাত্রায় (Ram Navami procession) গণ্ডগোল (Clash) হওয়ার জেরে প্রবল উত্তেজনা রয়েছে হাওড়ার (Howrah) বিস্তীর্ণ এলাকায়। শুক্রবার এই ঘটনায় জখমদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে (State Government) তীব্র আক্রমণ (Attack) করলেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (West Bengal BJP leader Suvendu Adhikari)।

জখমদের সঙ্গে দেখা করার আগে এপ্রসঙ্গে তিনি বলেন, "প্রথমে আমি জখমদের সঙ্গে দেখা করব তারপর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করব। কিন্তু, পুলিশ কমিশনার আমার সঙ্গে দেখা করতে অস্বীকার করেছেন। আমি তাঁর সঙ্গে ৪টের সময় দেখা করার জন্য অনুমতি চেয়েছিলাম। কিন্তু, তিনি এর কোনও প্রশ্নই ওঠে না। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই মন্তব্য করেছেন তিনি। কিন্তু, আমি সেখানে যাব আর গতকালের ঘটনার একটি কেস ডায়েরিও (CD) নিয়ে যাব।"

পুলিশকে আক্রমণ করে শুভেন্দু আরও বলেন, "পুলিশ নিজেদের কাজ করছে না। তারা চুপচাপ দেখছে। কিন্তু, কিছু করছে না। হিন্দুদের (Hindus) সমস্ত বাড়ি ভাঙচুর (vandalised) করা হয়েছে। কাজীপাড়া (Kazipara) এলাকার সমস্ত হিন্দু নিজেদের জীবন বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।"

পরে অবশ্য পুলিশকে কেস ডায়েরি জমা দেন শুভেন্দু অধিকারী। এপ্রসঙ্গে বলেন, "হ্যাঁ তারা সরকারিভাবে সিডি গ্রহণ করেছে।"