কলকাতা: পশ্চিমবঙ্গ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে জেরার জন্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (TMC National General Secretary Abhishek Banerjee) সমন (summon) পাঠিয়েছে ইডি (ED)। আগামী ৩ অক্টোবর তাঁকে ইডি অফিসে হাজির হতে বলেছেন তদন্তকারীরা।
এপ্রসঙ্গে কলকাতায় শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা রাহুল সিনহা (BJP leader Rahul Sinha) বলেন, "সবাই জানেন যে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিতে যাবেন না। কারণ, ইডি যে সমস্ত কাগজপত্র (documents) চেয়েছে সেগুলি নিয়ে গেলে তাঁর সব সত্য (truth) সামনে চলে আসবে।" আরও পড়ুন: Radharamn Das On Maneka Gandhi: বিজেপি সাংসদ মানেকা গান্ধীর অভিযোগের পাল্টা ১০০ কোটির মানহানির মামলা! ভিডিয়োতে শুনুন ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাসের বক্তব্য
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kolkata: BJP leader Rahul Sinha speaks on ED summoning TMC National General Secretary Abhishek Banerjee, says, "Everybody knows that this time Abhishek Banerjee will not go because his truth will be revealed if he carries all the documents sought by the ED." pic.twitter.com/i7l9fJ3h26
— ANI (@ANI) September 29, 2023