প্রতীকী ছবি (Photo Credits: IANS)

পঞ্চায়েত নির্বাচনে আলিপুরদুয়ারে তৃণমূলকে শক্ত চ্য়ালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিজেপি। তবে এরই মধ্যে বিজেপি সভাপতি ভূষণ মোদকের হার। মাত্র এক ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে হারলেন বিজেপির জেলা সভাপতি। ফালাকাটা ময়ূরভাঙা গ্রাম পঞ্চায়েতে ভূষণ মোদককে এক ভোটে হারালেন তৃণমূল প্রার্থী বিমল মোদক। প্রসঙ্গত, গোটা রাজ্যে দারুণ ফল করলেও ২০২১ বিধানসভা নির্বাচনে দারুণ ফল করলেও আলিপুরদুয়ারে খাতা খুলতে পারেনি তৃণমূল। তবে তারপর থেকে আলিপুরদুয়ারে বিজেপির সংগঠন দুর্বল হয়েছে, আর শক্তিশালী হয়েছে বিজেপি। আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা সদলবদলে তৃণমূলে যোগ দিয়েছিলেন।

এদিকে, ভোটে জেতার পরই তৃণমূলে যোগদান করার কথা ঘোষণা করলেন কালনার সিপিএম প্রার্থী গীতা হাঁসদা। ভাঙড়ে আরাবুল ইসলামের গ্রামে হেরে গেলেন তৃণমূল প্রার্থী। বীরভূমে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা শিবঠাকুর নামের ব্যক্তির স্ত্রী লিপিকা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়ে জিতলেন।

পঞ্চায়েত নির্বাচনে সাড়ে ৬ ঘণ্টার গণনা শেষ। এরই মধ্যে গ্রাম পঞ্চায়েতে ১৪ হাজারের বেশী আসনে জিতে নিল তৃণমূল। সেখানে অনেক পিছনে বিজেপি, বাম-কংগ্রেস। পঞ্চায়েত ভোটে সন্ত্রাস ইস্যুতে চাপে থাকলেও গ্রাম বাঙলার রায় তৃণমূলের দিকেই সেটা প্রাথমিক প্রবণতা দেখে মনে হচ্ছে।

রাজ্যের ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন আছে। তার মধ্যে ১৭ হাজার গ্রাম পঞ্চায়েতের ফলাফল সামনে এসেছে। তৃণমূল ইতিমধ্যেই ১৪ হাজার ৬৭টি গ্রাম পঞ্চায়েত আসনে জিতেছে। সেখানে বিজেপি জিতেছে ১৫৪৪, বামেরা ৯২৩, কংগ্রেস ৩৫৬টি আসনে। নির্দল সহ অন্যান্য দলের প্রার্থীরা জিতেছে ৬৮৩টি আসনে।