কলকাতা, ৫ নভেম্বর: বর্ণময় রাজনীতিক সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি লিখেছেন, "শ্রী সুব্রত মুখোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত। তিনি ছিলেন একজন প্রবীণ নেতা, সফল রাজনীতিক, কলকাতার প্রাক্তন মেয়র, পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান পঞ্চায়েত মন্ত্রী। তাঁর আত্মার শান্তি কামনা করি। " বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোকবার্তায় লিখেছেন, " বর্ষীয়ান রাজনীতিক তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রবীণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি। তাঁর শোকাহত পরিবার, অনুগামী ও সমর্থকদের জানাই গভীর সমবেদনা। মৃতের আত্মর শান্তি কামনা করছি।" আরও পড়ুন-Subrata Mukherjee Dies: রবীন্দ্রসদনে শায়িত সুব্রত মুখোপাধ্যায়ের নশ্বর দেহ, শেষযাত্রায় থাকবেন না মমতা
পড়ুন টুইট
I am deeply anguished & pained by the passing away of veteran politician & senior WB Cabinet Minister Shri Subrata Mukherjee.
My thoughts are with his bereaved family members, admirers & supporters.
May his soul attains eternal peace. Om Shanti 🙏🏻
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 4, 2021
We are mourned for the sudden demise of Mr. Subrata Mukherjee, who was a senior leader, a successful politician, ex mayor and sitting Panchayat Minister of West Bengal Govt.
May his soul rest in peace. pic.twitter.com/QYfLcPht0g
— Dilip Ghosh (@DilipGhoshBJP) November 4, 2021
উল্লেখ্য বাম নেতা বিমান বসুও সুব্রতবাবুর মৃত্যুতে শোক জ্ঞাপন করে জানিয়েছেন, "কংগ্রেস ঘরানার অন্যতম নেতা। কংগ্রেস এবং পরে তৃণমূলে থাকলেও সকলের সঙ্গে সম্পর্ক রাখতেন।" সুজন চক্রবর্তী বললেন, "সুব্রতদা খুব রসবোধ সম্পন্ন মানুষ ছিলেন।"
কালীপুজোর রাতে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বর্ণময় রাজনৈতিক ব্যক্তিত্ব সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গতকাল দুপুর থেকে তাঁর শারীরিক পরিস্থিতি আচমকাই খারাপ হতে শুরু করে। রাত নটা বেজে ২২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একডালিয়া এভারগ্রিন দুর্গাপুজোর সভাপতি। এখন সুব্রতবাবুর মরদেহ রবীন্দ্রসদনে নিয়ে আসা হয়েছে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সতীর্থরা। বিরোধী রাজনীতিকরা, ও বিশিষ্টজনেরা। এখান থেকে মরদেহ যাবে বিধানসভায়, তারপর বালিগঞ্জে তাঁর বাড়িতে কিছুক্ষণের জন্য শায়িত রাখা হবে মরদেহ। তারপর একডালিয়া এভারগ্রিন ক্লাবে মরদেহ ঘুরে কেওড়াতলা শ্মশানের উদ্দেশে যাত্রা করবে।