Pornography (Photo Credits: Unsplash)

কলকাতা, ২৪ অক্টোবর: কলকাতার বুকে পর্নোগ্রাফি (Kolkata Pornography) চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করল পুলিশ। প্রায় ১০ মাস পর দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকা থেকে গ্রেফতার করা হল পর্নোগ্রাফি চক্রের 'মডেল সাপ্লায়ার' প্রকাশ দাস (Prakash Das)। ২০২০ সালের ডিসেম্বর মাসে পেশায় মডেল এক মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। তিনি অভিযোগ করেছিলেন, এক ব্যক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় তাঁর। রানিকুঠি এলাকায় তাঁর প্রোডাকশন হাউস রয়েছে বলে জানান ওই ব্যক্তি।

যুবতীকে টলিউড ইন্ডাস্ট্রিতে সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। এই ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ গত মার্চ মাসে ৫ জনকে এই ঘটনায় গ্রেফতার করে। তবে এই ঘটনার মূল অভিযুক্ত পুলিশের নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিল এতোদিন। ১০ মাস পর তাকে গ্রেফতার করল পুলিশ। সংবাদমাধ্যমে প্রকাশ, পুলিস তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। এই ব্যক্তির এর সঙ্গে আর কাদের যোগাযোগ রয়েছে বা এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। আরও পড়ুন: সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ৭৮ কেজির তেলিয়া ভোলা, বিক্রি হল ৩৭ লাখ টাকায়

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রকাশ দাস সোশ্যাল মিডিয়া মারফত বিভিন্ন উঠতি মডেলদের সঙ্গে যোগাযোগ করত। তারপর তাদের টলিউড ইন্ডাস্ট্রিতে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের আস্থা অর্জন করত ঐ ব্যক্তি। পরে সেইসব মডেলদের এই পর্নোগ্রাফি চক্রের হাতে তুলে দিয়ে অর্থ উপার্জন করত সে। এই অভিযুক্তের বিরুদ্ধে ওই যুবতী বাদেও আরও বেশ কয়েকজন যুবতী একই অভিযোগ করেছে বলে পুলিস সূত্রে খবর। লকডাউনের কলকাতা হয়ে উঠেছিল পর্নগ্রাফির কেন্দ্র। এমন অভিযোগই উঠছিল।