কলকাতা, ২৩ সেপ্টেম্বর: ভবানীপুর (Bhabanipur) কেন্দ্রে উপনির্বাচনের জন্য জোর কদমে প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে৷ সেই উপলক্ষ্যে বৃহস্পতিবারও ভাবনীপুরে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷
বৃহস্পতিবারের নির্বাচনী জনসভায় হাজির হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ভবানীপুরকে মিনি ইন্ডিয়া বলা যায়৷ বিভিন্ন ধরনের ভাষাভাষীর মানুষ এখানে বসবাস করেন৷ এই কেন্দ্র থেকে ৬ বার লড়াই করে বিজয়ী হয়েছি৷ ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের দিন যদি বৃষ্টিও হয়, তাহলেও বাড়ির বাইরে বের হন৷' তিনি আরও বলেন, 'আমায় মুখ্যমন্ত্রী দেখতে চাইলে, বৃষ্টির মধ্যেও বাইরে বাইরে বেরিয়ে ভোট দিন'৷
আরও পড়ুন: Kolkata Rain: নিউটাউনের রাস্তায় এক হাঁটু জল, পটাপট ১৫ কেজির কাতলা মাছ ধরলেন তরুণী
দেখুন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়...
Bhabanipur is 'Mini India', many communities reside here. I have won 6 times from this seat...Even if it rains, please step out & vote for me if you want me to continue as CM: West Bengal CM Mamata Banerjee, ahead of September 30 Assembly bypolls. pic.twitter.com/t6jAx4r5I0
— ANI (@ANI) September 23, 2021
ভবানীপুর কেন্দ্র থেকে বামেদের হয়ে লড়াই করছেন শ্রীজিব বিশ্বাস৷ ওই কেন্দ্রে বিজেপির মুখ এবার প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)৷ তৃণমূল, বাম এবং বিজেপির পাশাপাশি নির্দল, হাম সহ আরও ৯ জন প্রার্থী ভবানীপুর কেন্দ্রে এবার লড়াই করছেন৷