Arjun Singh (Photo Credit: Twitter/ANI)

কলকাতা, ২৯ সেপ্টেম্বর: রাত পোহালেই ভাবনীপুর কেন্দ্রে উপনির্বাচন৷ যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে৷ ভবানীপুরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে লড়াই করছেন বিজেপির (BJP) প্রিয়াঙ্কা টিব্রেওয়াল৷ প্রিয়াঙ্কার হয়ে প্রচার করছেন বিজেপির একের পর এক হেভিওয়েট৷ পাশাপাশি ভবানীপুর উপনির্বাচনের জন্য দায়িত্ব দেওয়া হয় বিজেপি সাংসদ অর্জুন সিংকে ( Arjun Singh)৷

ভবানীপুরে (Bhabanipur) ভোটের আগের দিন তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অর্জুন সিং৷ তিনি বলেন,  ভবানীপুর আইনকানুন বলে কিছু নেই৷ তৃণমূলের হাতের মুঠোয় পুলিশ প্রশাসন৷ কেন্দ্রীয় বাহিনী যদি আগামীকাল না হাজির হয়, তাহলে ভবানীপুরের মানুষ ভোট দিতে বাড়ির বাইরে বের হতে পারবেন না৷

 

বিজেপি সাংসদ আরও অভিযোগ করেন, ভাবনীপুর উপনির্বাচনের জন্য বহু সমাজবিরোধীদের এনে হাজির করা হয়েছে৷ তাঁরা বিভিন্ন বাড়ি এবং হোটেল খুঁজে সমাজবিরোধীদের খোঁজ পেলে, তা পুলিশকে জানাচ্ছেন বলেও জানান অর্জুন সিং৷

আরও পড়ুন: Abhishek Banerjee: ''ভারতকে রক্ষা করা প্রয়োজন, কংগ্রেস নয়, তৃণমূলই ক্রমাগত বিজেপিকে রুখে দিচ্ছে''

এদিকে ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের পাশাপাশি লড়াই করছেন বামেদের শ্রীজিব বিশ্বাস৷ এছাড়া আগামীকালের লড়াইয়ে ওই কেন্দ্র থেকে আরও ৯ জন রয়েছেন লড়াইয়ের ময়দানে৷