Abhishek Banerjee (Photo Credit: Twitter/ANI)

কলকাতা, ২৯ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেস (TMC) সবে সবে গোয়ায় নিজেদের সংগঠন খুলতে শুরু করেছে৷ আগামী কয়েক মাসের মধ্যে অর্থাৎ গোয়ায় নির্বাচনের আগে, সেখানে তৃণমূল কংগ্রেস নিজেদের শক্তি সঞ্চয় করতে পারে৷ গোয়াবাসীকে তৃণমূল নতুন সকাল উপহার দিতে পারবে৷ বুধবার এমনই মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷

আজ তৃণমূল কংগ্রেসে যোগ দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালিরো (Luizinho Faleiro)৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূলে যোগ দেন৷ এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: TMC-তে যোগ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালিরোর

অভিষেক বলেন, কংগ্রেস যদি কিছু করতে না পারে, তাহলে তাঁরা হাত গুটিয়ে বসে থাকতে পারবেন না৷ এবার সময় এসেছে কংগ্রেসের আরাম কেদারা থেকে উঠে বসার৷ আরাম কেদারা থেকে উঠে বসে কংগ্রেসকে (Congress) এবার রাস্তায় নেমে কাজ করতে হবে বলে মন্তব্য করেন অভিষেক৷ কংগ্রেস বা কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তাঁদের কাজ নয়৷ বিজেপি যেভাবে ভারতবর্ষকে চালাচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করাই তৃণমূলের কাজ৷ গত ৭ বছর ধরে কংগ্রেস প্রধান বিরোধী দলের আসন কিন্তু তারা কিছুই করতে পারছে না৷ অথচ তৃণমূল কংগ্রেস ক্রমাগত বিজেপিকে (BJP) রুখে দিচ্ছে বলে আত্মবিশ্বাসী সুরে মন্তব্য করতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷

আজ গোয়ার (Goa) প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালিরোর আরও ৯ জন তৃণমূল কংগ্রেসে যোগ দেন৷ গোয়ার মানুষের স্বার্থ রক্ষা করতে, সে রাজ্যের কৃষ্টি, সংস্কৃতিকে রক্ষা করতেই তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলে যোগ দিয়েছেন বলে জানান লুইজিনহো ফ্যালিরো৷