Mamata Slams BJP: 'আমি তো বলিনি দিল্লি থেকে মোদিকে সরিয়ে দাও', রাজ্য বিজেপিকে তোপ মমতা ব্যানার্জির

বৃক্ষরোপণ অনুষ্ঠানে গিয়ে করোনা ও আম্ফান (Cyclone Amphan) পরিস্থিতি নাম না করে বিজেপিতে তোপ মমতা ব্যানার্জির (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, “সংকটের সময় রাজনীতি করা হচ্ছে।" রাজ্য বিজেপির (BJP) বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, "তিনমাস করোনা ভয়ে বাড়ি থেকে বেরোয়নি তাঁরা। মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বাড়ির পিছনের ভিডিয়ো কর্নারে লুকিয়ে ছিল।"

ভাইরাল
Close
Search

Mamata Slams BJP: 'আমি তো বলিনি দিল্লি থেকে মোদিকে সরিয়ে দাও', রাজ্য বিজেপিকে তোপ মমতা ব্যানার্জির

বৃক্ষরোপণ অনুষ্ঠানে গিয়ে করোনা ও আম্ফান (Cyclone Amphan) পরিস্থিতি নাম না করে বিজেপিতে তোপ মমতা ব্যানার্জির (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, “সংকটের সময় রাজনীতি করা হচ্ছে।" রাজ্য বিজেপির (BJP) বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, "তিনমাস করোনা ভয়ে বাড়ি থেকে বেরোয়নি তাঁরা। মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বাড়ির পিছনের ভিডিয়ো কর্নারে লুকিয়ে ছিল।"

পশ্চিমবঙ্গ Sanjoy Patra|
Mamata Slams BJP: 'আমি তো বলিনি দিল্লি থেকে মোদিকে সরিয়ে দাও', রাজ্য বিজেপিকে তোপ মমতা ব্যানার্জির
মমতা ব্যানার্জি (Photo: ANI)

কলকাতা, ৫ জুন: বৃক্ষরোপণ অনুষ্ঠানে গিয়ে করোনা ও আম্ফান (Cyclone Amphan) পরিস্থিতি নাম না করে বিজেপিতে তোপ মমতা ব্যানার্জির (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, “সংকটের সময় রাজনীতি করা হচ্ছে।" রাজ্য বিজেপির (BJP) বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, "তিনমাস করোনা ভয়ে বাড়ি থেকে বেরোয়নি তাঁরা। মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বাড়ির পিছনের ভিডিয়ো কর্নারে লুকিয়ে ছিল।"

শুক্রবার হরিশ চ্যাটার্জি পার্কে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সবুজায়ন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। সখানেই সাংবাদিকদের মমতা বলেন, ভয়ে তিন মাস বাড়ির বাইরে বের হননি তাঁরা। মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বাড়ির পিছনের ভিডিও কর্নারে লুকিয়ে ছিলেন। বাংলার মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যূত করে আমাদের ক্ষমতায় নিয়ে আসুন বলে প্রচার চালাচ্ছে বিজেপি। মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনীতি করছেন তাঁরা। আরও পড়ুন: Unlock 1.0: লকডাউন কার মতামতের ভিত্তিতে তোলা হয়? জবাব চেয়ে কেন্দ্র ও রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের

মুখ্যমন্ত্রী বলেন, "এই দুর্যোগের সময় মানুষের পাশে থাকার বদলে নিয়মিত রাজনীতি করে গিয়েছে বিরোধীরা। আমার সত্যিই খারাপ লাগছে যে যখন করোনা ভাইরাস ও আম্ফানে বিরুদ্ধে লড়াই করছি। মানুষের প্রাণ বাঁচাতে চেষ্টা করছি, তখন কিছু রাজনৈতিক দল বলছে, আমাদের সরিয়ে দিতে। আমি তো কখনও বলিনি দিল্লি থেকে প্রধানমন্ত্রী মোদিকে সরিয়ে দাও। এখন কি রাজনীতি করার সময় নাকি?‌ শেষ তিনমাসে বিরোধীরা কোথায় ছিল?‌ আমরা মাঠে নেমে এই তিনমাস কাজ করেছি। বাংলা করোনা ভাইরাস আর ষড়যন্ত্র, এই দুইয়ের বিরুদ্ধেই জিতবে। করোনা, দুর্যোগ, চক্রান্ত সব হারবে, এগোবে বাংলা’’‌

Mamata Slams BJP: 'আমি তো বলিনি দিল্লি থেকে মোদিকে সরিয়ে দাও', রাজ্য বিজেপিকে তোপ মমতা ব্যানার্জির
মমতা ব্যানার্জি (Photo: ANI)

কলকাতা, ৫ জুন: বৃক্ষরোপণ অনুষ্ঠানে গিয়ে করোনা ও আম্ফান (Cyclone Amphan) পরিস্থিতি নাম না করে বিজেপিতে তোপ মমতা ব্যানার্জির (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, “সংকটের সময় রাজনীতি করা হচ্ছে।" রাজ্য বিজেপির (BJP) বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, "তিনমাস করোনা ভয়ে বাড়ি থেকে বেরোয়নি তাঁরা। মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বাড়ির পিছনের ভিডিয়ো কর্নারে লুকিয়ে ছিল।"

শুক্রবার হরিশ চ্যাটার্জি পার্কে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সবুজায়ন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। সখানেই সাংবাদিকদের মমতা বলেন, ভয়ে তিন মাস বাড়ির বাইরে বের হননি তাঁরা। মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বাড়ির পিছনের ভিডিও কর্নারে লুকিয়ে ছিলেন। বাংলার মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যূত করে আমাদের ক্ষমতায় নিয়ে আসুন বলে প্রচার চালাচ্ছে বিজেপি। মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনীতি করছেন তাঁরা। আরও পড়ুন: Unlock 1.0: লকডাউন কার মতামতের ভিত্তিতে তোলা হয়? জবাব চেয়ে কেন্দ্র ও রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের

মুখ্যমন্ত্রী বলেন, "এই দুর্যোগের সময় মানুষের পাশে থাকার বদলে নিয়মিত রাজনীতি করে গিয়েছে বিরোধীরা। আমার সত্যিই খারাপ লাগছে যে যখন করোনা ভাইরাস ও আম্ফানে বিরুদ্ধে লড়াই করছি। মানুষের প্রাণ বাঁচাতে চেষ্টা করছি, তখন কিছু রাজনৈতিক দল বলছে, আমাদের সরিয়ে দিতে। আমি তো কখনও বলিনি দিল্লি থেকে প্রধানমন্ত্রী মোদিকে সরিয়ে দাও। এখন কি রাজনীতি করার সময় নাকি?‌ শেষ তিনমাসে বিরোধীরা কোথায় ছিল?‌ আমরা মাঠে নেমে এই তিনমাস কাজ করেছি। বাংলা করোনা ভাইরাস আর ষড়যন্ত্র, এই দুইয়ের বিরুদ্ধেই জিতবে। করোনা, দুর্যোগ, চক্রান্ত সব হারবে, এগোবে বাংলা’’‌

শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change
বর