পশ্চিম মেদিনীপুর, ৬ মে: পশ্চিম মেদিনীপুরে কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরণের গাড়ির উপর হামলার অভিযোগ উঠল। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের পাঁচকুড়িতে ভি মুরলীধরণ এবং রাহুল সিনহা হাজির হলে, তাঁদের উপর হামলার অভিযোগ ওঠে। কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি দেখে, ইঁট, পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। ঘটনায় কেউ হতাহত না হলেও, বিষয়টি নিয়ে জো শোরগোল শুরু হয়েছে।
২ মে বিধানসভা নির্বাচনের ফল (Bengal Polls) ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠছে। যার জেরে বিজেপির(BJP) কেন্দ্রীয় পর্যবেক্ষক জে পি নাড্ডা (JP Nadda) ধর্নায় বসেন কর্মী, সমর্থকদের নিয়ে।
আরও পড়ুন: Indian COVID-19 Variant: করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত ১১ জন, চিন্তায় স্পেন
রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগে তাঁদের কর্মীদের দেখতে বৃহস্পতিবার পাঁচকুড়িতে ভি মুরলীধরণ এলে, তাঁর গাড়ির উপর তৃণমূল কংগ্রেসের তরফে হামলা হয় বলে অভিযোগ ওঠে। যদিও তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে অস্বীকার করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির উপর হামলার বিষয়টি।
#WATCH Union Minister V Muraleedharan's car attacked by locals in Panchkhudi, West Midnapore#WestBengal
(Video source: V Muraleedharan) pic.twitter.com/oODtHWimAW
— ANI (@ANI) May 6, 2021
ওই ঘটনার পরপরই পাঁচকুড়ি থেকে চলে যান কেন্দ্রীয় মন্ত্রী। তবে কেন্দ্রীয় মন্ত্রীর গায়ে কোনও আগাত লাগেনি বলেই খবর।