এয়ার ইন্ডিয়া (Photo Credit: Twitter)

কলকাতা, ১৫ এপ্রিল: প্রয়োজনীয় সতর্কতা মেনেই বিদেশে আটকে থাকা রাজ্যবাসীকে ফেরাতে প্রস্তুত রয়েছে রাজ্য সরকার। এক সপ্তাহ আগে চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারকে তা জানানোও হয়েছিল। যদিও এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কলকাতার জন্য কোনও আন্তর্জাতিক বিমান (flights) বরাদ্দ করা হয়নি৷ আজ টুইট করে এই দাবি করেছে রাজ্যে স্বরাষ্ট্র দপ্তর (Home Department)।

দ্বিতীয় দফায় বন্দে ভারত মিশন (Vande Bharat Mission) শুরু হবে ১৬ মে থেকে, চলবে ২২ মে পর্যন্ত। মুম্বই, দিল্লি, কোচি, বেঙ্গালুরুর মতো বিভিন্ন শহরে বিদেশ থেকে বিশেষ বিমান আসার কথা৷ কিন্তু বন্দে ভারত মিশনের প্রথম পর্যায়ের মতো দ্বিতীয় পর্যায়েও সেই তালিকায় কলকাতা নেই৷ ফলে বিদেশে আটকে থাকা এ রাজ্যের বাসিন্দারা সরাসরি কলকাতায় ফেরার সুযোগ পাচ্ছেন না৷ আমেরিকা, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইতালি, রাশিয়া, কানাডা এবং সংযুক্ত আরব আমিরশাহির মতো বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানো হবে। আরও পড়ুন: Arjun Singh: 'মমতা ব্যানার্জির নির্দেশে আমায় এনকাউন্টার করার পরিকল্পনা করা হয়েছে', রাজ্যপালকে চিঠি দিয়ে বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের

আজ রাজ্য স্বরাষ্ট্র দপ্তর একটি টুইট করেছে। সেই টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে গত ৮ মে মুখ্যসচিবের পাঠানো একটি চিঠি প্রকাশ করা হয়েছে৷ সেই চিঠিতে রাজ্য সরকারের তরফে কেন্দ্রকে জানানো হয়, বিদেশ থেকে এ রাজ্যে কেউ ফিরলে তাঁদের কোয়ারান্টিনে রাখা সহ যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলার জন্য রাজ্য প্রশাসন প্রস্তুত৷ কলকাতা বিমানবন্দরেও যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে৷ বিদেশ থেকে যাঁরা এ রাজ্য ফিরবেন, তাঁদের নাম সহ বিস্তারিত তথ্য রাজ্য সরকারকে আগে থেকে জানানোর জন্যও রাজ্যের মুখ্যসচিব ওই চিঠিতে অনুরোধ করেছিলেন৷