শান্তিনিকেতন, ৬ মার্চ: করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে এবার শান্তিনিকেতনের বসন্ত উৎসব (Basanta Utsav) বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University)। ইউজিসি-র নির্দেশে এবার শান্তিনিকেতনেও বাতিল ঘোষিত হল বসন্ত উৎসব। গতকালই ইউজিসি (UGC) করোনভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলিকে কোনও বৃহৎ জমায়েত এড়াতে নির্দেশ দিয়েছে এবং পরামর্শ দিয়েছে যে ভাইরাস-আক্রান্ত দেশগুলিতে ভ্রমণ করেছে এমন পড়ুয়া ও কর্মীদের ১৪ দিনের জন্য আলাদা করে রাখা উচিত। আর তা মানতে গিয়েই এবছরের মতো বসন্ত উৎসব বাতিল হয়ে গেল।
শুক্রবার দুপুর ৩টে থেকে বিশ্বভারতীর কর্মসমিতির বৈঠক হয়। বৈঠক চলে প্রায় ৪ ঘণ্টা। রুদ্ধশ্বাস সেই বৈঠকের পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে এবছর বসন্ত উৎসব হচ্ছে না। কারণ হিসেবে তারা জানিয়েছেন দিল্লি থেকে ইউজিসি-র চিঠি আসার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। করোনা ভাইরাস নিয়ে সতর্কতামূলক চিঠির জন্যই বাতিল করা হল শান্তিনিকেতনের বসন্ত উৎসব। আরও পড়ুন: West Bengal Municipal Election 2020: পুরভোটের খরচ হবে ১৭৫ কোটি, সরকারকে চিঠি দিয়ে জানাল নির্বাচন কমিশন
শান্তিনিকেতনের ঐতিহ্যশালী বসন্ত উৎসব ঘিরে জটিলতা প্রথম থেকেই ছিল। প্রথমে বিশ্বভারতী কর্তৃপক্ষ অন্যদিন বসন্ত উৎসব করার সিদ্ধান্ত নিয়েছিল, সেখানে বহিরাগতদের প্রবেশেও নিষেধাজ্ঞা ছিল। তবে পরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপে আগের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসে দোল উৎসবের দিনই বসন্ত উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু করোনা আতঙ্কে তা শেষমেশ বাতিল হয়ে গেল।