Bidhan Chandra Roy Statue Demolish: বাংলাতেই ভাঙা পড়ল 'বাংলার রূপকারের' মূর্তি! ডা. বিধান চন্দ্র রায়ের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তপ্ত বর্ধমান
ডা. বিধান চন্দ্র রায় (Photo Credits: Getty Images)

বর্ধমান, ১৭ নভেম্বর: রাজনৈতিক চাপানউতোরের জেরে স্বর্গীয় মনিষীদের যে স্বর্গে (Heaven) গিয়েও শান্তি নেই একথার প্রমাণ মেলে অহরহ। রাজনীতির (Politics) দাবানল যে স্বর্গীয় মনিষীদের মূর্তি পর্যন্ত গ্রাস করে সে ঘটনা এখন জলভাত। বিদ্যাসাগর (Iswar Chandra Vidyasagar) থেকে বিবেকানন্দ বাদ যাননি কেউই। এবার সেই তালিকায় নাম জুড়ল বাংলার রূপকার ডা. বিধান চন্দ্র রায়ের (Dr Bidhan Chandra Roy)। খোদ বাংলাতেই ভাঙা পড়ল 'বাংলার রূপকারের' মূর্তি। বর্ধমানের মানকর স্টেশন (Burdwan Mankar Station) সংলগ্ন এলাকায় গতকাল শনিবার রাতে ঘটনাটি ঘটে। আজ রবিবার সকালে সকলের নজর পড়তেই গোটা ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এমনকী চুরি করে নিয়ে যাওয়া হয়েছে মূর্তির একাংশ বলে অভিযোগ উঠেছে!

এদিকে ঘটনার পরই আসরে নেমে পড়েছে কংগ্রেস (Congress)। কংগ্রেস কর্মীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বিধান চন্দ্র রায়ের মূর্তি ভেঙে দিয়ে এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। মূর্তি ভাঙার প্রতিবাদে কংগ্রেস কর্মীরা মানকরে পথ অবরোধ করেন। বেশ কিছুক্ষণ চলে অবরোধও। এই সময় পত্রিকার খবর অনুযায়ী,  অভিযোগের তীর বিজেপির (BJP) দিকে। পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে খবর, মানকর স্টেশনের কাছে দীর্ঘদিন ধরেই বসানো ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের একটি আবক্ষ মূর্তি। এদিন সকাল থেকেই সেই মূর্তি উধাও। ফলে বুদবুদ থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় কংগ্রেস কর্মীরা। আরও পড়ুন: Parliament Winter Session: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন; সব বিষয়ে আলোচনায় রাজি সরকার বললেন নরেন্দ্র মোদি

এবিষয়ে বিজেপির অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কংগ্রেসের অভিযোগ, রাজ্যজুড়ে এক সাম্প্রদায়িক শক্তি বেছে বেছে বাঙালি মনীষীদের মূর্তি ভাঙছে। ভিন রাজ্যেও বাঙালি মনীষীদের মূর্তি ভাঙা হচ্ছে। এই সংস্কৃতি বাংলায় ছিল না। ওদের হাত ধরেই বাংলায় এই অপসংস্কৃতি এসেছে। ঘটনায় প্রশাসনের কাছে দোষীদের গ্রেফতারের (Arrest) দাবি জানিয়েছে তাঁরা।