CM Mamata Banerjee at Bardhaman বর্ধমানে বাংলাভাষা নিয়ে আবেগ ঝরে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। একগুচ্ছ সরকারী প্রকল্পের ঘোষণা, উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বললেন, "আমরা বাংলাদেশ তৈরি করিনি। তোমরা করেছো। যদি আমাদের দুটি জায়গার ভাষা এক হয়, তাহলে আমরা কি করতে পারি? বাংলা হল আন্তর্জাতিক ভাষা।" নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধী সহ বিরোধী নেতাদের পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গে মমতা অভিযোগের সুরে বলেন, " আমি নির্বাচন কমিশনকে সম্মান জানাই। ওদের স্য়ালুট করি। কিন্তু দয়া করে বিজেপির ললিপপ হয়ে যাবেন না। তা না হলে দেশের মানুষ আপনাদের ক্ষমা করবেন না।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডবল ইঞ্জিন সরকার প্রসঙ্গে বর্ধমানের মাটিতে দাঁড়িয়ে মমতা এদিন বলেন,"আমি প্রধানমন্ত্রীর আসনকে সম্মান করি। তেমন আমিও আশা করি উনি মুখ্যমন্ত্রীর আসনের সম্মান করবেন। কিন্তু না, উনি সেটা করেন না। ওরা সব সময় বলে বাংলা হল চোর। তাই আমি ওদের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি। আসলে উত্তর প্রদেশ হল সবচেয়ে বড় চোর। মহারাষ্ট্র, বিহারে ডবল ইঞ্জিন চোরেদের সরকার চলছে।"
দেখুন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
#WATCH | Bardhaman: West Bengal Chief Minister Mamata Banerjee says, "I respect the Prime Minister's chair, but just as I respect his chair, he should also respect our chair. Why would they say that everyone in Bengal is a 'thief', and that's why I stopped the money? Uttar… pic.twitter.com/QTKeaKbicJ
— ANI (@ANI) August 26, 2025
কেন্দ্রীয় সরকারের জন্য বাংলার ৯০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে এদিন মুখ্যমন্ত্রী মমতা দাবি করেন। মোদী সরকারকে তোপ দেগে এদিন বর্ধমানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মমতা। রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, " কেন্দ্র বাংলায় পাঁচটি প্রকল্প বন্ধ করে দিয়েছে। সেগুলি রাজ্য সরকারকে চালাতে হওয়ায় অনেক খরচ হচ্ছে। পাশাপাশি মমতা বলেন, স্বাস্থ্যক্ষেত্রে জিএসটি তুলে দিতে বলেছিলাম, সেটা করেনি। এর জন্য আমাদের ৯০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।"