বিজেপিতে অঞ্জু ঘোষ। (Photo Credit: ANI)

কলকাতা, ৫ জুন: বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ (Anju Ghosh) ৷ মূলত বাংলাদেশী অভিনেত্রী অঞ্জু ঘোষকে আম বাঙালী চেনে 'বেদের মেয়ে জোছনা' সিনেমার নায়িকা হিসেবেই। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)- র উপস্থিতিতে পদ্মবাহিনীতে যোগ দিলেন অঞ্জু ৷ বুধবার রাজ্য বিজেপির সদর দফতরে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন অভিনেত্রী অঞ্জু ঘোষ ৷ দিলীপ ঘোষ জানান, দীর্ঘ দিন ধরেই তাঁর প্রতিবেশী অঞ্জু বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন।

অঞ্জু-র বিজেপিতে যোগ দেওয়ায় একটা বিতর্ক হচ্ছে সেটি হল, তিনি হলেন বাংলাদেশী অভিনেত্রী। বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটেও অঞ্জু-র বিজেপিতে যোগদানের খবরে বলা হচ্ছে, তিনি বাংলাদেশের নায়িকা। লোকসভা ভোটের সময় বাংলাদেশের অভিনেতা ফিরদৌসের তৃণমূলের হয়ে প্রচার করায় তুমুল বিতর্ক হয়েছিল। ফিরদৌসের পাশাপাশি রানি রাসমনি সিরিয়ালের অভিনেতা আবদুল গাজি নুরকে দেখা গিয়েছিল তৃণমূলের প্রচারে। বিতর্কের পর এই দুই বাংলাদেশী অভিনেতাকে ভারত ছাড়া নির্দেশ দেওয়া হয়েছিল। আরও পড়ুন- তৃণমূল নেতার মুণ্ডু কেটে ফুটবল খেলার হুমকি বিজেপির, বিরাটিতে চাঞ্চল্য

বাংলাদেশী ফিরদৌসকে নিয়ে ভোটের সময় তৃণূলকে তীব্র আক্রমণ করা বিজেপি, তাহলে এখন কেন বাংলাদেশী অভিনেত্রী অঞ্জুৃ ঘোষকে বিজেপিতে নেওয়া হল! তা নিয়ে বিতর্ক হচ্ছে। সল্টলেকে দিলীপ ঘোষের বাড়ির পাশে থাকা অঞ্জুর দাবি তিনি, ভারতীয় নাগরিককে বিয়ে করেছেন । তাই বিবাহসূত্রে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। অঞ্জু ঘোষ জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক। ১৯৮৯ সালে বাংলাদেশে মুক্তি পেয়েছিল তাঁর ছবি 'বেদের মেয়ে জোৎস্না'। ওই ছবিটি ব্যাপক সাফল্য পায় ওপার বাংলায়। এখনও পর্যন্ত বক্সঅফিসের ব্যবসার বিচারে সবচেয়ে সফল বাংলা ছবি এটিই। ১৯৯১ সালে এপারে 'বেদের মেয়ে জোৎস্না'র রিমেক মুক্তি পায়। ওই ছবিতেও মূল ভূমিকায় অঞ্জু ঘোষ। তবে রিমেকে নায়ক হন চিরঞ্জিত্।