
দিনের পর দিন অন্তবর্তী সরকারের মেয়াদ বাড়িয়ে নিজের ক্ষমতা হাতে রাখতে চাইছিলেন মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। আর প্রধান উপদেষ্টা হিসেবে থেকে কখনও আওয়ামী লিগকে নিষিদ্ধ ঘোষণা করছে, কখনও জঙ্গি, অপরাধীদের জেল থেকে ছেড়ে বাংলাদেশকে পুনরায় অশান্ত করার চক্রান্ত করছিলেন তিনি। তবে এসব করে যে তিনি সকলকে বিভ্রান্ত করতে পারবেন না, তা সম্ভবত আন্দাজ করতে পারেননি। সেই কারণে ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখোমুখি হচ্ছিলেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বাধ্য হয়ে তিনি পদত্যাগ দিতে পারেন, এমনও কানাঘুষো শোনা যাচ্ছিল। তবে তার আগে দেশের সমস্ত রাজনৈতিক দলকে বৈঠকে ডেকেছেন ইউনুস।
নির্বাচনের জন্য সর্বদলীয় বৈঠকের ডাক ইউনুসের
জানা যাচ্ছে, শনিবার বিকেলে বিএনপি, জামাত-ই-ইসলামের মতো দলগুলিকে বৈঠকের জন্য ডেকেছেন। সূত্রের খবর, এই বৈঠকের পরই নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন ইউনুস। যে নির্বাচন নিয়ে এতদিন টালবাহানা করে আসছিলেন ইউনুস, আজ সে়টাই তাঁর গলার কাঁটা হয়ে উঠেছে। সেই কারণেই তড়িঘড়ি এই বৈঠকের ডাক দিয়েছেন তিনি। যদিও উল্লেখযোগ্যভাবে এই বৈঠকে আওয়ামী লিগের কোনও প্রতিনিধিকেই ডাকা হয়নি।
নিষিদ্ধ হয়েছে আওয়ামী লিগ
আসলে সম্প্রতি আওয়ামী লিগকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সেই কারণে নির্বাচনে থাকবে না এই রাজনৈতিক দল। প্রসঙ্গত, গত বছরের অগাস্ট মাসে অশান্ত হয়েছিল বাংলাদেশ। গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে সড়তে হয়েছিল আওয়ামী লিগকে। দেশ ছেড়ে পালাতে হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।