ছবি ইনস্টাগ্রাম

কলকাতা, ২৯ জুন: কসবায় জাল ভ্যাক্সিনেশন কাণ্ড (Fake Vaccine Case) নিয়ে এবার ফের মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বাবুল সুপ্রিয়। জাল ভ্যাক্সিনেশন কাণ্ডের পর সোশ্যাল সাইট থেকে একটি স্টেটাস শেয়ার করেন বাবুল (Babul Supriyo )।

ওই স্টেটাস নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করে বাবুল সুপ্রিয় বলেন, মিম শুধু যে মানুষকে হাসায় এমন নয়, মজার ছলে বাস্তব পরিস্থিতিও তুলে ধরে সবার সামনে। এরপরই তিনি অভিযোগ করেন, গত ১০ বছরে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোনও স্বচ্ছতা আনতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকার। সেই কারণেই রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা প্রতিদিন বাইরের রাজ্যে পাড়ি দিচ্ছে।

আরও পড়ুন: Delhi: করোনার পর পেটে ব্যথা, মলের সঙ্গে রক্ত, নয়া উপদ্রব সাইটোমেগালোভাইরাসের হানাদারিতে আতঙ্ক

সম্প্রতি রাজ্য সরকার ঘোষণা করে, এবার নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে। সেই প্রসঙ্গ তুলেই এবার ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করেন  বাবুল সুপ্রিয়।

প্রসঙ্গত ২০২১-এর বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ থেকে বিজেপির টিকিটে দাঁড়ান বাবুল সুপ্রিয়। যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ বিশ্বাসের কাছে পরাস্ত হন বিজেপির এই হাই প্রোফাইল প্রার্থী।