দিল্লি, ২৯ জুন: করোনার (Corona) জেরে ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাসের পর এবার সাইটোমেগালোভাইরাসের হানা। নয়া উপদ্রব দিল্লিতে।
কোভিড সংক্রমণের মাঝে এবার পেটে ব্যথা এবং মলের সঙ্গে রক্তপাতের উপসর্গ দেখা যাচ্ছে। রাজধানী শহরে ইতিমধ্যেই পাঁচজনের শরীরে সিভএম অর্থাৎ সাইটোমেগালোভাইরাসের (Cytomegalovirus) সংক্রমণ দেখা দিয়েছে। যে খবর প্রকাশ্যে আসতেই ফের নয়া আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
আরও পড়ুন: COVID 19 Second Wave: করোনার দ্বিতীয় ঢেউ শেষ হয়নি এখনও, সতর্কতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
Delhi: First report of five cases of Cytomegalovirus (CVM) related rectal bleeding in COVID immunocompetent patients
"These patients came with abdominal pain & bleeding in stools with nearly 20-30 days after the diagnosis of COVID," says Prof Anil Arora of Sir Ganga Ram Hospital pic.twitter.com/xQE2cbWPgB
— ANI (@ANI) June 29, 2021
দিল্লির (Delhi) স্যার গঙ্গারাম হাসপাতালের (Hopital) চিকিৎসক অনিল অরোরা জানান, সম্প্রতি দিল্লিতে ৫ জনের শরীরে সাইটোমেগালোভাইরাস হানা দিয়েছে। যাঁদের প্রত্যেকের করোনা সংক্রমণ ধরা পড়ার পর পেটে ব্যাথা এবং মলের সঙ্গে রক্তপাত শুরু হয়। কোভিড সংক্রমণের পর প্রায় ২০-৩০ দিন ধরেই ওই সব রোগীদের শরীরে এই নতুন উপসর্গ ধরা পড়তে শুরু করে। যা নিয়ে ফের আতঙ্ক ছড়িয়েছে দিল্লি জুড়ে।