আসালসোল, ২১ অগাস্ট: আসানসোলের পুরভোটে (Asansol Municipal By-Elections ) তুমুল উত্তেজনা। বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ (TMC-BJP Clash)। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইকে (BJP MLA Laxman Ghorui) বাধা দেওয়ার অভিযোগ। পাল্টা পুলিশের সঙ্গে বচসা বিজেপি বিধায়কের। এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এলাকায় পুলিশ বাহিনী।
আসানসোল পুর নিগমের ৬ নম্বর ওয়ার্ডে উপ নির্বাচন চলছে। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। সকালে জেকে নগর মোড় এলাকায় ২ নম্বর জাতীয় সড়কে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে দলীয় কর্মীরা জমায়েত করেছিলেন। অভিযোগ, তৃণমূল নেতা বিনোদ নুনিয়ার নেতৃত্বে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিজেপি কর্মীদের বহিরাগত বলে স্লোগানও চলে। পরিস্থিতি উতপ্ত হয়ে উঠলে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দু’পক্ষকে সরানোর চেষ্টা করে। বিজেপির অভিযোগ, বাবলু পাসোয়ান নামে তাদের এক কর্মীর মাথা ফেটেছে তৃণমূল কর্মীদের মারে। ঘটনাস্থলে আরও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লক্ষণের দাবি, "শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কি না তা দেখতে আমরা এসেছি, কিন্তু টিএমসি সমর্থকরা আমাদের উপর হামলা চালায়। তৃণমূল ভোটে কারচুপি করছে। বাইরের তৃণমূল বিধায়ককে ঢুকতে দিলেও আমাকে বাধা দিচ্ছে পুলিশ। বীরভূম থেকে গুন্ডাদের এলাকায় ঢুকিয়েছে তৃণমূল।"
দেখুন ছবি:
Asansol, WB | Clashes between TMC & BJP supporters erupt amid ongoing Municipal by-elections of the constituency
BJP MLA Laxman Ghorui alleged, "We had come to see whether polling was going on peacefully or not, but TMC supporters attacked us. TMC is rigging votes being cast." https://t.co/CBfmwG2uJFpic.twitter.com/8UKvW4TEll
— ANI (@ANI) August 21, 2022
পাল্টা তৃণমূল নেতা বিনোদ নুনিয়ার বলেন, "লক্ষ্মণ ঘোড়ুই দুর্গাপুর থেকে বহিরাগতদের নিয়ে এসে জমায়েত করেছিলেন। পুলিশ সেই কারণে লাঠিচার্জ করেছে। মদ খেয়ে পড়ে গিয়ে বিজেপি কর্মীর গিয়ে মাথা ফেটেছে। এখানে আমাদের ভূমিকা নেই।’’