আগরতলা, ১৬ সেপ্টেম্বর: 'এয়ার ইন্ডিয়া'র (Air India) বিমানে (Flight) মৌমাছির (Bee) উপদ্রব! বিমানবন্দর (Airport) থেকে ৩ ঘণ্টা দেরীতে রওনা দিল বিমান। বিমানের এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৯ টা ৪০ মিনিট নাগাদ রওনা দেওয়ার কথা ছিল এ আই-৭৪৩ (AI-743) বিমানটির। কিন্তু মৌমাছি বিভ্রাটের কারণে প্রায় তিন ঘণ্টা দেরীতে ছাড়ে ওই বিমান। ১৩৬ জন যাত্রী সহ ক্রেবিন ক্রুদের (Cabin Crew) নিয়ে রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। কলকাতার (Kolkata) নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (Netaji Subhash Chandra Bose International Airport) থেকে আগরতলার (Agartala) উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল।
এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, ওই দিন সকালে এয়ারবাস এ-৩১৯ (A-319) বিমানটি যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছিল। তখন ট্যাক্সি-বে থেকে রানওয়ের দিকে যাওয়ার মুহূর্তে এক ঝাঁক মৌমাছি এসে বিমানের সামনের দিকটি ঘিরে ধরে। পাইলটের আসনের সামনে বিমানের উইন্ডস্ক্রিনটিতে বসে পড়ে ওই মৌমাছির দল। পাইলটের নজরে বিষয়টি ধরা পড়ার পরই ওই জায়গাতে বিমানটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। কারণ ওই অবস্থায় বিমান চললে মৌমাছির দল ইঞ্জিনের ভিতর প্রবেশ করে যেতে পারত। তাতে বিমানটির যেমন ক্ষতি হওয়ার সম্ভবনা ছিল। বিমানের যাত্রীদের ক্ষেত্রেও সমস্যা হওয়ার সমূহ সম্ভবনা ছিল। আরও পড়ুন- তর্পণেও 'প্যাকেজিং' আনছে রাজ্য, খরচ মাথাপিছু ১৬০০ টাকা
জানা গিয়েছে, সে সময় বিমানের ওয়াইপার ব্যবহার করেও কোনো লাভ হয়নি। পরে খবর দেওয়া হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এটিসি) (Air Traffic Controller)এবং ফায়ার সার্ভিসকে (Fire service) । ফায়ার সার্ভিসের গাড়ি এসে তীব্র বেগে জল ছিটিয়ে মৌমাছির দলকে তাড়ায়। তারপর সম্পূর্ণ বিপদমুক্ত করে প্রায় তিন ঘণ্টা পর দুপুর ১২ টা ৪৫ মিনিট নাগাদ বিমানটি আগরতলার উদ্দেশ্যে উড়ে যায়।