শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teachers Recruitment Scam) ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। এখনও ওই মামলা হাইকোর্টে বিচারাধীন। এরমধ্যেই দুঃসংবাদ এল অর্পিতার জীবনে। দিনকয়েক আগেই মৃত্যু হয়েছে তাঁর মায়ের। শেষ জীবনে বেলঘরিয়াতেই থাকতেন তিনি। মায়ের মৃত্যুর কারণেই অন্ত্যোষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় যোগ দেওয়ার জন্যই ৫ দিনে প্যারোল দেয় বিশেষ আদালত। সম্প্রতি প্যারোলের আবেদন করেছিলেন তিনি। অবশেষে এদিন তা মঞ্জুর হয়। ফলে আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত জেলের বাইরেই থাকবেন তিনি।
প্রসঙ্গত, ২৩ জুলাই ২০২২-এ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী তথা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল। গ্রেফতারির দিন টালিগঞ্জের ডায়মন্ড সিটির আবাসনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২১ কোটি ৯০ লক্ষ নগদ টাকা এবং প্রচুর সোনার গয়না ও বিদেশি মুদ্রা। পরে ওই বছরেরই ২৭ জুলাই বেলঘরিয়ার আরেকটি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। সেই সঙ্গে বৈদেশিক মুদ্রা ও সোনার অলঙ্কার।