ভিনরাজ্যে নিপীড়িত হচ্ছে বাংলাভাষীরা। অসম, দিল্লি, মহারাষ্ট্রের মতো রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করা হচ্ছে। এই ইস্যু তুলে বিহার নির্বাচনের আগে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এই নিয়ে ২১ জুলাইয়ের আগে কলকাতায় মিছিলও করেছিলেন তিনি। তবে এই নিয়ে বিজেপির তরফে পাল্টা দাবি, বাংলাদেশী অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের যাতে ধরা না হয়, সেই কারণেই এই ভিত্তিহীন ইস্যু তুলে রাজনীতি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বাঙালিদের ওপর হেনস্থা না বন্ধ হলে আরও বৃহত্তর আন্দোলন হবে বলে বৃহস্পতিবার মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ভাষা আন্দোলনের হুঁণিয়ারি মমতার
এদিন তিনি বলেন, আমরা সকলেই মাতৃভাষায় কথা বলি। শিশুরা প্রথমে তাঁদের মাতৃভাষাতেই মা বলে। এবার দেখছি বাংলা ভাষা নিয়ে যুদ্ধ ঘোষণা করতে চাইছে। আমাদের উচিত আরেকটি ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষা নিয়ে দেশজুড়ে সচেতনতা বৃদ্ধি করা। অনেক জায়গাতেই শুধু বাংলা ভাষা বলার কারণে হেনস্থা করা হচ্ছে। শুধুমাত্র বাংলা ভাষা বলার জন্য নির্যাতন করা যাবে না। এটা সহ্য করা যাবে না। এই নিযে বৃহত্তরভাবে কর্মসূচি করতে হবে।
বিহারে ভুয়ো ভোটার ধরতে সংশোধনী প্রক্রিয়া
প্রসঙ্গত, সামনেই বিহারে নির্বাচন। তার আগে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেক ভুয়ো ভোটার ধরতে ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া শুরু হয়েছে। যেখানে এখনও পর্যন্ত ৫৬ লক্ষ ভুয়ো ভোটার ধরা পড়েছে। এদেশ মধ্যে অধিকাংশই রোহিঙ্গা ও বাংলাদেশী। এই নিয়ে মধ্যেই রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আগামী বছর নির্বাচনের আগে বাংলাতে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা। আর সেই নিয়েই সরগরম রাজ্য রাজনীতি