Krishna Janmashtami 2022:'কেষ্টা বেটাই চোর' !! মাখন চোর কৃষ্ণের জন্মদিনে শুভেচ্ছা জ্ঞাপন আমুলের (দেখুন ছবি)
Photo Credit_Facebook

আজ জন্মাষ্টমী। লীলাময় ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। গোপালের জন্মদিনের পুণ্যলগ্নে পশ্চিমবঙ্গের অধিবাসীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা বার্তা পাঠাতে আমুল (Amul Bangla) শেয়ার করল একটি মজার ছবি। ছোট্ট গোপাল ছোট থেকেই মাখন চুরি করে খেত, সেই থেকেই তাঁকে বলা হয় ননী চোর বা মাখন চোর।আর কৃষ্ণ থেকে তাঁর নাম লোকমুখে হয়েছিল কেষ্ট  বা কেষ্টা। তাই দুইয়ের সমাহারে এক মজার ছবিতে অর্ধেক মাখনের ছবি দিয়ে লেখা হয়েছে "কেষ্টা বেটাই চোর'।

কিন্তু বাংলার রাজনীতিতে এই মুহুর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল। তিনিও পরিচিত কেষ্টা নামেই। সম্প্রতি গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন , আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে অনেকেই লিখেছেন কেষ্টই চোর। নিজের এলাকাতেও শুনতে হয়েছে -গরু চোর ধ্বনি। এবার একে একে দুই করতে আসরে নেমেছে রসিক বাঙালি।