নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গি হানার (Pahalgam Terror Attack)কড়া জবাব। মাঝরাতে পাকিস্তানের (Pakistan) ঘুম কাড়ল ভারতীয় সেনা (Indian Army)। ৯ টি জঙ্গি ঘাঁটি মাটির সঙ্গে মিশিয়ে দিল সেনা। পাল্টা জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গুলি চালাল পাক সেনা। এই আবহে যখন উত্তপ্ত দুই দেশের পরিস্থিতি তখন দেশের সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনের উচ্চপদস্থ কর্তারদের সঙ্গে ভিডিয়ো বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে যোগ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে শাহ
'অপারেশন সিঁদুর'-এর পর এই প্রথম বৈঠকে অমিত শাহ। মনে করা হচ্ছে এই বৈঠকে রাজ্যগুলির আগামী পদক্ষেপ কী হবে তা নিয়ে আলোচনা হতে পারে। রাজ্যগুলিকে প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হবে বলে সূত্রের খবর। এই বৈঠকে কী জানানো হয় সেই দিকে নজর থাকবে। উল্লেখ্য, কেন্দ্রের তরফে আগেই বুধবার দেশজুড়ে মক ড্রিলের কথা ঘোষণা করা হয়েছে। দেশের ২৪৪ টি জায়গাকে বেছে নেওয়া হয়েছে যুদ্ধকালীন মহড়ার জন্য। এই তালিকার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ১৭ টি জায়গা। এ ছাড়া মঙ্গলবার থেকেই দেশের বিভিন্ন স্কুলে শুরু হয়েছে মক ড্রিলের প্রশিক্ষণ। কীভাবে যুদ্ধকালীন পরিস্থিতিতে মোকাবিলা করতে হয় পড়ুয়াদের তা হাতেকলমে শেখাচ্ছেন প্রশিক্ষকেরা। গাজিয়াবাদ, রাজস্থান, জম্মু কাশ্মীর থেকে কলকাতার স্কুলে চলছে প্রশিক্ষণ। সরকারি, বেসরকারি সব স্কুলেই চলছে এই পাঠ।
সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অমিত শাহ
VIDEO | Delhi: Union Home Minister Amit Shah (@AmitShah) holds high-level meeting with Chief Ministers, DGPs, and chief secretaries via video conferencing.
(Source: Third Party) pic.twitter.com/8GeYpjvZ9g
— Press Trust of India (@PTI_News) May 7, 2025