প্রতীকী ছবি(Photo Credit: PTI)

কলকাতা, ২৩ জুলাই: ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে তৃণমূলের (All India Trinamool Congress) অভ্যন্তরে ব্যাপক রদবদল ঘটালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তুলে দেওয়া হল জেলা পর্যবেক্ষক পদ। বদলে তৈরি করা হয়েছে জেলা কো-অর্ডিনেটর পদ৷ ২১ জনের রাজ্য সমন্বয় কমিটি করা হয়েছে। এ ছাড়াও থাকছে সাতজনের স্টিয়ারিং কমিটি। হাওড়া, পুরুলিয়া, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, নদিয়ায় জেলা সভাপতি বদল করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে দলের রাজ্য কমিটিতে এসেছেন ছত্রধর মাহাতো। এসেছেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

২১ জনের রাজ্য সমন্বয় কমিটি

  • সুব্রত বক্সি
  • পার্থ চট্টোপাধ্যায় (মন্ত্রী)
  • সুব্রত মুখোপাধ্যায় (মন্ত্রী)
  • কল্যাণ বন্দ্যোপাধ্যায় (সাংসদ)
  • শুভেন্দু অধিকারী (মন্ত্রী)
  • অভিষেক বন্দ্যোপাধ্যায় (সাংসদ)
  • সাধন পাণ্ডে (মন্ত্রী)
  • ফিরহাদ হাকিম (মন্ত্রী)
  • অরূপ বিশ্বাস (মন্ত্রী)
  • গৌতম দেব (মন্ত্রী)
  • কাকলি ঘোষ দোস্তিদার (সাংসদ)
  • শান্তা ছেত্রী (সাংসদ)
  • অর্পিতা ঘোষ (সাংসদ)
  • নাদিমুল হক (সাংসদ)
  • হিতেন বর্মন (প্রাক্তন সাংসদ)
  • মমতা ঠাকুর (প্রাক্তন সাংসদ)
  • মৃগাঙ্ক মাহাতো (প্রাক্তন সাংসদ)
  • বিবেক গুপ্ত (প্রাক্তন সাংসদ)
  • দেবু টুডু (দলীয় নেতা)
  • সুদীপ বন্দ্যোপাধ্যায় (লোকসভার দলনেতা)
  • ডেরেক ও ব্রায়েন (রাজ্যসভার দলনেতা)

    স্টিয়ারিং কমিটি: 

  • সুব্রত বক্সি
  • পার্থ চট্টোপাধ্যায়
  • কল্যাণ বন্দ্যোপাধ্যায়
  • শুভেন্দু অধিকারী
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • ফিরহাদ হাকিম
  • শান্তা ছেত্রীএদিকে পুরুলিয়ার জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মন্ত্রী শান্তিরাম মাহাতোকে। বদলে নতুন সভাপতি হলেন গুরুপদ টুডু। ঝাড়গ্রামে জেলা সভাপতি হলেন দুলাল মুর্মু। বাঁকুড়ায় তৃণমূলের নতুন জেলা সভাপতি হলেন শ্যামল সাঁতরা।  অন্যদিকে, লোকসভা ভোটের খারাপ ফলাফল থেকে শিক্ষা নিয়ে রদবদল ঘটিয়েছেন তৃণমূল নেত্রী। দক্ষিণ দিনাজপুরের জেলা সভানেত্রীর পদ থেকে সরানো হয়েছে অর্পিতা ঘোষকে। নতুন জেলা সভাপতি গৌতম দাস। কোচবিহারের সভাপতি করা হয়েছে পার্থপ্রতিম রায়কে। নদিয়ার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সাংসদ মহুয়া মৈত্রের কাঁধে। হাওড়া শহরে মন্ত্রী অরূপ রায়কে সরিয়ে দায়িত্বে আনা হয়েছে প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লকে।