পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, এমনই কারণ দেখিয়ে বাতিল করা হয় রবিবারের ডুরান্ড কাপ। অথচ সোমবার মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকদের প্রতিবাদী মিছিল রুখতে পুলিশি নিরাপত্তার দুর্গ গড়ে উঠেছে সল্টলেক স্টেডিয়াম চত্বরে। শয়ে শয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে দুই ক্লাব সমর্থকদের শান্তিপূর্ণ মিছিল রুখতে। আরজি কর-কাণ্ডে (RG Kar Doctor Death) সুবিচার চেয়ে দুই যুযুধান ফুটবল শিবির মোহনবাগান (Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল East Bengal) আজ এক সুরে গলা মিলিয়েছে। মিছিলে যোগ দিয়েছে মহামেডান ক্লাবও। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey)।
বাংলার শাসন ব্যবস্থাকে ধিক্কার জানিয়ে এআইএফএফ প্রেসিডেন্ট বললেন, ' পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে একটা ফুটবল ম্যাচ হতে দেওয়া হল না। অথচ পুলিশ বাহিনী দেখে মনে হচ্ছে এখানে আমরা দাঙ্গা করতে এসেছি। এটা সম্পূর্ণরূপে সরকারের ব্যর্থতা'।
দেখুন...
VIDEO | "It is very shameful; law and order has completely collapsed in West Bengal. A football match could not happen... and look at police deployment, it looks like a riot is going on," says All India Football Federation president Kalyan Chaubey after a Derby match between East… pic.twitter.com/I4ebUG7h13
— Press Trust of India (@PTI_News) August 18, 2024
শনিবারই ডার্বি বাতিল করে যুবভারতী এবং তার আশেপাশের এলাকা জুড়ে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে (BNS) ১৬৩ ধারা জারির ঘোষণা করেছিল রাজ্য প্রশাসন। প্রশাসনের সেই সিদ্ধান্তের পরেই এক সুরে গর্জে ওঠে মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকেরা। 'বিচার চাই' দাবি নিয়ে পথে নেমেছেন তাঁরা। তবে মোহনবাগান কিংবা ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে না, আজ তাঁদের একটা পরিচয় ফুটবলপ্রেমী।