কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার মাস দুয়েকের মধ্যে প্রাথমিকে শিক্ষক (primary teachers) নিয়োগের প্রক্রিয়া শেষ করল পর্ষদ। সোমবার গভীর রাতে প্রকাশ করা হল মেধা তালিকা। সেই তালিকায় ১৫ হাজার ২৮৪ জন স্থান পেয়েছেন। সামনেই রাজ্যের বিধানসভা ভোট। টাকরির দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখাতে গিয়ে বাম যুব দলের এক কর্মী একদিন আগেই মারা গেছেন। সেনিয়ে বিরোধীরা জোটবেঁধে মমতার সরকারের বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণে নেমেছে। সরকারি চাকরির পরীক্ষার ফল প্রকাশের পরেও নিয়োগ নিয়ে চারিদিকে যে অরাজকতার অভিযোগ উঠছে ভোটের আগে এসব থেকে মুক্তি পেতে বদ্ধপরিকার রাজ্যসরকার। তাই প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশিত হল। গত ১১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ার কথা জানান। আরও পড়ুন-India Beats England: ৩১৭ রানে ইংল্যান্ডকে প্যাভিলিয়নে পাঠাল কোহলির ভারত, অভিষেক ম্যাচেই মারকাটারি অক্ষর প্যাটেল
এরপর গত ২৩ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ ১৬ হাজার ৫০০ শূন্য পদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। তাতে স্পষ্ট বলা হয়, একমাত্র টেট উত্তীর্ণ ও প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীরাই আবেদন করতে পারবেন। এরপর শুরু হয় বাকি কাজ। বলা বাহুল্য মুখ্যমন্ত্রীর ঘোষণার ২ মাসের মধ্যে নিয়োগের খবর আসতেই খুশি চাকরি প্রার্থীরা। এদিকে আজই পার্শ্বশিক্ষকদের একটি দল বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন করতে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আদিগঙ্গায় ঝাঁপিয়ে পড়েন। তাঁদের হাতে ধরা প্ল্যাকার্ড। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অনেক সাধ্যসাধনায় আন্দোলনকারীদের জল থেকে ওঠাতে পেরেছে। কিছুদিন আগে এই দাবিদাওয়া পূরণের লক্ষ্যে সংসদ ভবনের ৬ নম্বর গেটে ছড়েছিলেন বেশ কয়েকজন শিক্ষিকা। পরে লালবাজার থেকে পুলিশ এসে তাঁদের সেখান থেকে সরায়।