ওড়িশার (Odisha) বালাসোরে (Balasore) করমণ্ডল এক্সপ্রেস (Coromandal Express) দুর্ঘটনার (accident) কারণে বাতিল হয়েছে বহু ট্রেন। এর ফলে ওড়িশায় আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের অনেক মানুষ।
পরিস্থিতি সামাল দিতে পুরী (Puri) থেকে হাওড়া (Howrah) বিশেষ তিনটি ট্রেন (Special trains) চালানোর কথা ঘোষণা করল ইস্টকোস্ট রেলওয়ে (East Coast Railway)। বিভিন্ন রুটে এই ট্রেনগুলি (different routes) চালানো হবে জানানো হয়েছে।
East Coast Railway to to run three Special trains between #Puri and #Howrah on different routes to facilitate journey of the stranded people #OdishaRailTragedy#BalasoreTrainAccident pic.twitter.com/KmHmqJ9UiO
— Argus News (@ArgusNews_in) June 4, 2023