কলকাতা, ১৩ সেপ্টেম্বর: বিজেপির নবান্ন অভিযান (Nabanna Abhijan) যেনতেন প্রকারেণ রুখে দিতে তৎপর পুলিশ প্রশাসন। সকাল থেকেই সেসব প্রস্তুতি তুঙ্গে। বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের আটকাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ছে পুলিশ। তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে নবান্ন অভিযান সফল করতে মরিয়া বিরোধী বিজেপি। এই নবান্ন অভিযানকে পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি সাংগঠনিক শক্তি পরীক্ষার সুযোগ হিসেবেও দেখছে।
দেখুন ভিডিও
#WATCH | West Bengal: Police put up heavy barricading in Howrah ahead of the BJP's Nabanna march pic.twitter.com/nRwxwFhcZe
— ANI (@ANI) September 13, 2022
দেখুন ছবি
বিজেপি যতই নবান্ন অভিযান সফল করতে উঠেপড়ে লাগুক না কেন রাজ্যের পুলিশ প্রশাসন বিনাযুদ্ধে একচাল জমি ছাড়তে রাজি নয়। তাই নিরাপত্তার বন্দোবস্তও বেশ জোরদার করা হয়েছে।নবানান অভিযান রুখতে গোটা নিরাপত্তা ব্যবস্থার নজরদারিতে থাকবেন বিশেষ কমিশনার দময়ন্তী সেন। শহরের বিভিন্ন জায়গায় নিরাপত্তার তদারকিতে থাকবেন দু’জন করে অতিরিক্ত পুলিশ কমিশনার। নিরাপত্তা ব্যবস্থায় থাকছেন ১৮ জন ডিসি পদমর্যাদার আধিকারিক। এ ছাড়াও ৩২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৬২ জন ইনস্পেক্টর থাকছেন।
WB | With hundreds of BJP workers heading towards Kolkata to join BJP's Nabanna march via trains, police barricades paths to railway stations
20 of our workers stopped by police near Durgapur railway station. I reached here using other paths: BJP Leader Abhijit Dutta pic.twitter.com/Sn1zDhKJFP
— ANI (@ANI) September 13, 2022