কলকাতা, ১২ জুন: দলবদলের খাতাটা ভোটের ফল বদলের পরই বদলাতে শুরু করেছে। ক মাস আগে যে আতঙ্কটা নিয়ে ঘুম ভাঙত তৃণমূল শিবিরের, এখন সেই আতঙ্কে ঘুম ভাঙছে বিজেপি (BJP) শিবিরের। তৃণমূলে (TMC) নেতা-মন্ত্রীদের দলে পেয়েই রাজ্যে শক্তিশালী হয়েছিল বিজেপি। মুকুল রায় (Mukul Roy) দিয়ে শুরু হয়েছিল ফুল ভাঙনের খেলা। এরপর ২০১৯ লোকসভা ভোটের (2019 Lok Sabha Elections) আগে একে একে অর্জুন সিং (Arjun Singh), সৌমিত্র খাঁ (Soumitra Khan), নিশিথ প্রামাণিক, অনুপম হাজরা সহ একাধিক হেভিওয়েট-সাংসদদের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। আরও পড়ুন: Sreelekha Mitra: 'বিজেপির সাথে লিভ-ইন এ ছিলাম', মুকুলকে ব্যঙ্গ শ্রীলেখার 

তারপর আবার ২০২১ বিধানসভার আগে শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি, দীনেশ ত্রিবেদী, বৈশালী ডালমিয়া, জিতেন তিওয়ারি, প্রবীর ঘোষাল, সোনালি গুহ, দীপেন্দু বিশ্বাস, রুদ্রনীল ঘোষ সহ একঝাঁক তৃণমূল নেতা-মন্ত্রী-সাংসদ-হেভিওয়েটদের দলবদল। রোজ রোজ কোনও না কোনও তৃণমূলের নেতারা বিজেপিতে যোগদান লেগেই থাকত। এখন খেলার পাশা বদলের গিয়েছে। বিধানসভা নির্বাচন ২০২১ নির্বাচনে দিদির ঐতিহাসিক জয়ের পর এবার পাল্টা ফুলবদলের খেলা শুরু হয়েছে। গতকাল, শুক্রবার মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু রায়ের তৃণমূলে ফিরে আসার পর দিদি জানিয়েছেন, আগামী দিনে আরও অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরবেন।

এরপর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা। মুকুল রায় আসার ফলে উত্তর ২৪ পরগণা বিজেপিতে বড় ভাঙন নিশ্চিত। এবারের বিধানসভা ভোটে মতুয়া গড়ে ভাল ফল করা বিজেপি হয়ে মুকুল হীরা হয়ে, সেখানেও ধাক্কা খেতে পারে তেমন আশঙ্কাও থাকছে। জঙ্গলমহলেও যে বিজেপির প্রভাব বাড়ার পিছনে মুকুলের বড় অবদান সেটা সবার জানা। ফলে সেখান থেকে চিড় আসছেই।

উত্তরবঙ্গেও তৃণমূল হারানো জমি মুকুলের প্রভাবে ফেরাতে চলেছে সেটাও মনে করা হচ্ছে। সবচেয়ে বড় কথা তৃণমূল ছেড়ে মুকুলের কথাতেই বেশিরভাগ নেতাই বিজেপিতে যোগ দিয়েছিলেন, আগে হোক বা পরে তারাও এবার তাঁর পথ ধরে তৃণমূলে ফিরবেন সেটা জানা কথা। এমন অবস্থায় রাজ্যস্তরে বিজেপি-র মজবুত নেতৃত্বের খুবই দরকার। উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়তে চলেছেন দিল্লির কেন্দ্রীয় নেতারা। ফলে বাংলা বিজেপি-র হাল ফেরাতে রাজ্যের শীর্ষ নেতাদেরই বড় ভূমিকা নিতে হবে।

তৃণমূলে ফেরার তালিকায় ইতিমধ্যেই সোনালি গুহ, সরলা মুর্মু, দীপেন্দু বিশ্বাস সরকারীভাবে চিঠি লিখে নাম লিখিয়েছেন। রাজীব ব্যানার্জির সোশ্যাল মিডিয়া পোস্টও ইঙ্গিত দিয়ে রেখেছে তিনি তৃণমূলে ফিরতে চান। এমনও শোনা যাচ্ছে ভোটের আগে বিজেপিতে নাম লেখানো কিছু সেলেবের মধ্যেও পদ্মে মোহভঙ্গের কিছু প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এখন দেখার মুকুল রায়ের পর এবার তৃণমূলে ফেরেন কে বা কারা। শোনা যাচ্ছে ২১ জুলাই, শহিদ দিবসের মঞ্চে দলে ফেরার দীর্ঘ তালিকাটা প্রকাশ্যে আসবে। তবে সবাইকেই দলে ফেরানো হবে এমনটা নয়।