কলকাতা, ১১ জুন: শুক্রবার বিজেপি (BJP) থেকে ফের তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দেন মুকুল রায়। মুকুল রায়ের তৃণমূল কংগ্রেসে ফের যোগদান নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসে নতুন করে যোগদানের পর মুকুল কী পদ পাবেন, তা নিয়ে যেমন জল্পনা চলছে, তেমনি তিনি কৃষ্ণনগরের বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দেবেন কি না, তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। এসবের মাঝেই মুকুল রায়কে (Mukul Roy) কটাক্ষ করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra )।
তিনি বলেন, 'বিজেপিতে আমি এতদিন যোগদান করিনি।বিজেপির সাথে লিভ-ইন এ ছিলাম। তাই বিজেপি ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না।' মুকুল রায়ের পরপর দল বদল নিয়ে শ্রীলেখা মিত্র যে নাম না করে তাঁকেই কটাক্ষ করেন, তা বেশ স্পষ্ট।
আরও পড়ুন: Mukul- এর প্রত্যাবর্তন, স্নেহ ঝরে পড়ল নেত্রীর গলায়
প্রসঙ্গত নিখিল জৈনকে (Nikhil Jain) তিনি বিয়ে করেননি। তাঁর সঙ্গে লিভ ইন করতেন। তাই নিখিলের সঙ্গে বিচ্ছেদের কোনও প্রশ্নই নেই বলে সম্প্রতি নিজের অফিসিয়াল স্টেটমেন্টে জানান নুসরত জাহান (Nusrat Jahan)। তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রীর বিয়ে নিয়ে মন্তব্যের খোনলচে পালটে মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তনের সঙ্গে তা নতুন আঙ্গিকে জুড়ে দেন শ্রীলেখা মিত্র।