Cyclone Yaas: কলকাতায় আছড়ে পড়তে পারে টর্নেডো?
টর্নেডোর আশঙ্কা

কলকাতা, ২৬ মে:  ওড়িশার (Odisha) ধামড়া (Dhamra), বালাসোরে দাপট দেখাচ্ছে ঘূর্ণিঝড় য়াস৷ ঘূর্ণিঝড় যখন প্রবল বেগে ওড়িশায় আছেড় পড়ে, সেই সময় কলকাতায় টর্নেডোর আশঙ্কা করা হচ্ছে৷ বেলা ১২টা নাগাদ স্থানীয়ভাবে টর্নেডোর দেখা মিলতে পারে বলে করা হচ্ছে আশঙ্কা ৷

বুধবার সকাল ১১.৩৭ মিনিট নাগাদ ভরা কোটাল সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে৷ তার মাঝেই বেলা ১২টা নাগাদ কলকাতায় স্থানীয়ভাবে টর্নোডো (Tornado) আছড়ে পড়তে পারে বলে করা হচ্ছে আশঙ্কা৷ ফলে বুধবার বেলা ১২টা পর্যন্ত মানুষকে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)৷

আরও পড়ুন: Cyclone Yaas: প্রবল গতিবেগে ওড়িশার ধামড়ায় আছড়ে পড়ল বিধ্বংসী ঘূর্ণিঝড় য়াস

প্রসঙ্গত মঙ্গলবার নৈহাটি, হালিশহর এবং ব্যান্ডেল এলাকা মুহূর্তের ঝড়ে অনেককিছু লণ্ডভণ্ড হয়ে যায়৷ উত্তর ২৪ পরগনা এবং হুগলির মুহূর্তের ওই ঝড়কে অনেকেই মিনি টর্নেডো বলে প্রকাশ করছেন৷ নৈহাটি, হালিশহরের পর কি এবার স্থানীয়ভাবে কলকাতায় টর্নোডো হানা দিতে পারে! এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে মানুষের মনে৷