কলকাতাঃ প্রায় চারমাসের বেশি সময় অতিক্রান্ত। এখনও অধরা বিচার। ন্যায়বিচারের দাবিতে চোখের জল ফেলছেন আরজি কর কাণ্ডে(RG Kar Case) নির্যাতিতার বাবা-মা। এরই মাঝে আরজি কর মামলায় বড় ধাক্কা। নিহত ডাক্তারের আইনজীবী হিসাবে সরলেন বৃন্দা গ্রোভার(Advocate Vrinda Grover)। আর এই মামলায় লড়বেন না তিনি। সুপ্রিম কোর্টে এবার নির্যাতিতার সুবিচারের জন্য সওয়াল করবেন অন্য কোনও আইনজীবী। যদিও বৃন্দা গ্রোভারের দফতরের তরফে মামলা ছাড়ার প্রসঙ্গে বলা হয়েছে, "কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিগত তিন মাসে যাবতীয় নিয়ম মেনে এই মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে। সিবিআইয়ের সঙ্গে সবরকমভাবে সহযোগিতা করা হয়েছে।"জানা গিয়েছে,আদালতে বৃন্দা গ্রোভারের ভূমিকায় অসন্তুষ্ট মৃত জুনিয়র চিকিৎসকের বাবা-মা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির পর নিজেদের অসন্তোষের কথা বৃন্দা গ্রোভারকে ফোনে জানান নির্যাতিতার বাবা-মা। এরপরই মামলা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বৃন্দা গ্রোভার। পাশাপাশি শিয়ালদহ আদালত এবং কলকাতা হাইকোর্টেও নতুন আইনজীবী নিয়োগ করা হবে বলে নির্যাতিতার পরিবার সূত্রে খবর। প্রসঙ্গত, চারমাস কেটে গিয়েছে। ন্যায়বিচারের আশায় সোদপুরের বাড়িতে বসে চোখের জল ফেলছেন নির্যাতিতার বাবা-মা। তদন্তের গতিবিধি নিয়ে বারেবারে হতাশা প্রকাশ করেছেন নিহত চিকিৎসকের বাবা-মা।
নির্যাতিতার আইনজীবী হিসাবে সরলেন বৃন্দা গ্রোভার
Senior advocate Vrinda Grover, who was representing the family of the RG Kar rape and murder victim, has withdrawn from the case in the Supreme Court, the Calcutta High Court, and the Sealdah trial court. She made the decision citing "certain intervening factors and… pic.twitter.com/6ekusLZ8ie
— IndiaToday (@IndiaToday) December 11, 2024