কলকাতা: আসন্ন পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Elections 2023) ভোট প্রক্রিয়া চলার সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত মানুষদের (media personnel) নিরাপত্তা সুনিশ্চিত (security cover) করার অনুরোধ (request) জানিয়ে, রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) ও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে (State Election Commissioner Rajiva Sinha) চিঠি (letter) দিলেন অধীর চৌধুরী। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিরাপত্তা দেওয়ার আবেদন করলেন।
অতীতে পঞ্চায়েত বা বিভিন্ন নির্বাচনে সময় বিভিন্ন জায়গায় আক্রান্ত ও রক্তাক্ত হয়েছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। সে ভয়ানক স্মৃতি এখনও ভোলেননি অনেকে। ফের একই চিত্র এবারের পঞ্চায়েত নির্বাচনে যাতে না দেখা যায় সেই অনুরোধই নিজের চিঠিতে জানিয়েছেন পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি ও বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী (West Bengal Congress president & MP Adhir Ranjan Chowdhary)। আরও পড়ুন: Rain In Kolkata: বৃষ্টিতে ভিজল কলকাতার রাজপথ, দেখুন রাজভবনের সামনের ভিডিয়ো
West Bengal Congress president Adhir Ranjan Chowdhary writes to the State Election Commissioner Rajiva Sinha and Governor CV Ananda Bose, requesting them to provide security cover to the media personnel during the ensuing panchayat election in the state. pic.twitter.com/ntT5jumopV
— ANI (@ANI) June 25, 2023