Cyclone Alert (Photo Credit: Twitter)

মুম্বই, ৯ মে: নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত থেকে শক্তি নিয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হয়েছে অশনি (Cyclone Asani)। এখন বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে। আগামী কালই তার সমতলে আছড়ে পড়ার কথা। এদিকে অশনির প্রভাবে সোমবার সকাল থেকে মুসলধারায় বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে অন্ধ্র ওড়িশা উপকূলে অশনির অভিমুখ। ইতিমধ্যে এর জেরে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গে প্রবল ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হয়েছে।

এদিকে মৌসম ভবন জানিয়েছে শক্তি সঞ্চয় করলেও অন্ধ্রপ্রদেশ বা ওড়িশা  উপকূলের কোথাও ঘূর্ণিঝড় অশনির আছড়ে পড়ার সম্ভাবনা নেই। শেষপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী  ঘণ্টায় ২১ কিলোমিটার বেগে পুরীর দিকে এগোচ্ছে অশনি।

পড়ুন টুইট