শুক্রে রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ উদ্বোধন হল তাঁর হাতে। এছাড়া সল্টলেকের একটি প্যাণ্ডেলও উদ্বোধন হবে তাঁর হাতে। পুজোর মরসুমে শহর কলকাতায় এসে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। স্পষ্ট বার্তা দিয়েছেন, এবারের নির্বাচনে বাংলায় পালাবদল হবে। সেই সঙ্গে সম্প্রতি কলকাতায় টানা বৃষ্টির জেরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন তিনি। এদিকে পাল্টা শাহের শহরে আসা নিয়ে সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা অভিষেকের
তিনি এদিন বলেন, আমরা প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করেছিলাম পরিবারপিছু একজন মহিলার জন্য। কিন্তু নির্বাচনে জেতার পরেই প্রতিটি মহিলার জন্য লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া শুরু হয়। আমরা চাইছে ২০২৪-এর নির্বাচনের জন্য অপেক্ষা করতে পারতাম। কিন্তু তা আমরা করিনি। এটাই বিজেপির সঙ্গে তৃণমূলের তফাত। ওনারা যে সব রাজ্যে নির্বাচন হবে সেই সমস্ত রাজ্যের জন্য এই ধরনের প্রকল্প আমাদের অনুকরণে বানিয়েছে। এরা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয়। আর ভোট মিটলে পরিযায়ী হয়ে যায়।
দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য
#WATCH | Kolkata | TMC National General Secretary and MP Abhishek Banerjee says, "...We committed Laxmi Bhandar to every woman in every family. After winning elections, we declared that (financial) assistance under Laxmi Bhandar would be given to every woman. We could have waited… pic.twitter.com/yc1fuAlzx8
— ANI (@ANI) September 26, 2025
বিজেপিকে পরিযায়ী বলে আক্রমণ অভিষেকের
অভিষেক আরও বলেন, বিহারের জনগণ এখন বুঝতে পারছে যে কারা তাঁদের প্রকৃত উন্নয়ন চাইছে। এই ধরনের প্রকল্পকে অস্ত্র করে সেখানকার জনগণদের এতদিন বোকা বানাচ্ছিল এনডিএ সরকার। এবার সাধারণ মানুষ তার জবাব দেবে। তেমনই বাংলার মানুষ আগেোই বুঝেছে যে এই পরিযায়ী পাখিদের বিশ্বাস করে লাভ নেই।