Lok Sabha Eelections 2019: 'ভাতিজার রাস্তা দখল...' মন্তব্যের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক ব্যানার্জি
Narendra Modi - Abhishek Banerjee (Photo Credits: Facebook)

কলকাতা, ১৮ মে:  আগামিকাল, রাজ্যের ৯টি লোকসভা (Lok Sabha Elections 2019)  কেন্দ্রের সঙ্গে ভোট ডায়মন্ড হারবার (Diamond Harbour)। আর ভোটের ঠিক আগের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে আইনি নোটিশ পাঠালেন ডায়মন্ড হারবার-এর হেভিওয়েট তৃণমূল কংগ্রেস সাংসাদ অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। রাজ্যে এক নির্বাচনী জনসভায় (ডায়মন্ড হারাবারে) মোদী সরাসরি মমতা ব্যানার্জি (Mamata Banerjee)-র ভাইপো অভিষেকের নাম করে রাস্তা দখলের অভিযোগ তোলেন। সেই বিষয়েই মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে প্রধানমন্ত্রীকে একেবারে নোটিশ ধরালেন তৃণমূলের নম্বর টু এই সাংসদ। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে মোদী ক্ষমা না চাওয়ার দাবিও জানিয়েছেন অভিষেক।

ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে দ্বিতীয়বার সাংসদ হওয়ার লড়াইয়ে নামা অভিষেক ব্যানার্জি বলেন, '' প্রধানমন্ত্রী আমাকে উদ্দেশ্যে করে বলেছেন, এখানে নাকি ভাতিজা রাস্তা দখল করে তাঁর দফতর খুলেছে৷ কি খুলেছে কি না?''অভিষেক যে মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে নোটিশ পাঠিয়েছেন তাতে মোদী আরও বলেছিলেন, ''আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম, তখন আমি একটি দপ্তর ভাড়া নিয়ে ছিলাম৷ কিন্তু, পরে জানতে পারি, আমার বাড়ির মালিক সীমানা বাড়িয়ে সরকারি জমি কিছুটা দখল করে রেখেছে৷ তখনই আমি নির্দেশ দিই সরকারি জমি দখল মুক্ত করতে৷ প্রশাসন গিয়ে সরকারি জমি দখল মুক্ত করে৷ সংবাদমাধ্যমে বড়বড় করে খবর করা হয়, মোদি ভাঙল মোদির দপ্তর৷ কিন্তু, এখানে তো মমতাদি… লুটো…''

প্রসঙ্গত, এর আগে গত বছর আগস্টে বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের হাইপ্রোফাইল এই নেতার অভিযোগ ছিল, রাজ্যের এক জনসভায় অমিত শাহ তাঁর বিরুদ্ধে অতি অবমাননাকর মন্তব্য করছিলেন।