
রঙের উৎসবে টিটাগড়ে (Titagarh) বইল রক্তের ধারা। রং খেলার নাম করে স্থানীয় এক যুবককে ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারল একদল দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেসে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিহত যুবকের নাম অমর চৌধুরী। দেহ ইতিমধ্যেই পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত সন্দেহজনক একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম পবন রাজভর। যদিও ঘটনার পর থেকে পলাতক বাকিরা। তাঁদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
রং মাখানোর নাম করে যুবকের ওপর দুষ্কৃতী হামলা
জানা যাচ্ছে, এদিন দুপুর ২টো নাগাদ ১৩ নম্বর ওয়ার্ডের জয়শ্রী কেমিক্যালসের সামনে রং খেলছিলেন স্থানীয় বাসিন্দারা। তখন কয়েকজন যুবক রংমাখা মুখে অমরকে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর ঘটনাস্থলে রং মাখানোর নামে যুবকের পেটে ও গলায় ধারালো চাকু দিয়ে হামলা করে। আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায়।
ঘটনায় গ্রেফতার এক
এরপর স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেয় এবং তাঁকে উদ্ধআর করে আরজি কর মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমে পবন নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও পরিবারের অভিযোগ, পবনের সঙ্গে তাঁর আগেও ঝামেলা হয়ছিল। এছাড়া এই ঘটনায় রাজ তিওয়ারি, কানাই তিওয়ারি নামে কয়েকজনের নাম নিয়েছে পরিবার। তাঁদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। মৃত যুবক ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সিংয়ের পরিচিত। তিনিও এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।