Park Circus Firing: পার্কসার্কাসে এলোপাথাড়ি গুলিতে মৃত মহিলা, আত্মঘাতী পুলিশকর্মী
Park Circus Firing (Photo Credits: ANI)

কলকাতা, ১০ জুন:  একেবারে খাস কলকাতার বুকে চলল এলোপাথাড়ি গুলি। এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় রয়েছেন এক মহিলা। আততায়ী একজন পুলিশকর্মী। প্রায় ১০ রাউন্ড গুলিছোঁড়ার পর নিজের গলা লক্ষ্য করে ট্রিগার চালিয়ে দেন ওই পুলিশকর্মী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। অকুস্থল দক্ষিণ কলকাতার পার্কসার্কাস (Park Circus Firing) সাত মাথার মোড়ের কাছে বাংলদেশ ডেপুটি হাইকমিশনের বাইরে।

জানা গেছে, আত্মঘাতী পুলিশকর্মী আজ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে ডিউটিতে আসেন। আচমকাই তিনি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। আশপাশের বেশ কয়েকটি গাড়ির গায়ে বুলেটের ক্ষত মিলেছে। মৃত মহিলা একজন বাইক আরোহী। তিনি অ্যাপ ক্যাবে বাইকটি বুক করেছিলেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সঙ্গে থাকা বাইক চালকের গায়েও গুলি লেগেছেবলে স্থানীয়রা জানিয়েছেন।

পড়ুন টুইট

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই পৌঁছে গেছেন লালবাজার পুলিশের কর্তাব্যক্তিরা। প্রাথমিক তদন্তে অনুমান মানসিকস্থিতি হারিয়েছিল ওই পুলিশকর্মী।