বিতান অধিকারী (ছবিঃFacebook)

কলকাতাঃ পহেলগাঁওয়ে জঙ্গিহানায় (Pahalgam Terrorist Attack)মৃত্যু (Death) কলকাতার (Kolkata) বিতান অধিকারীর (Bitan Adhikary)। কলকাতার পাটুলির বাসিন্দা বিতান। কর্মসূত্রে ফ্লরিডায় থাকতেন। মার্চ মাসে দেশে ফিরে স্ত্রী ও সাড়ে তিন বছরের পুত্রকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন, আর বাড়ি ফেরা হল না। নিহতের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে বিতানের কলকাতার বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। বিতানের স্ত্রী ও পুত্রকে কলকাতায় ফেরাতে উদ্যোগী রাজ্য সরকার।

কাশ্মীর বেড়াতে গিয়ে জঙ্গিদের গুলিতে নিহত কলকাতার বিতান

জানা গিয়েছে, গত ১৬ এপ্রিল কাশ্মীরে গিয়েছিলেন বিতান ও তাঁর পরিবার। আগামী ২৪ এপ্রিল ফিরে আসার কথা ছিল। আর এরই মাঝে মঙ্গল সন্ধ্যায় ছেলের মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন বিতানের বাবা। মঙ্গলবার দুপুরেও ছেলে-বউমার সঙ্গে ফোনে কথা হয়েছিল বলে জানায় বিতানের পরিবার। বিতান ফ্লরিডায় থাকতেন। সেখানে একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। গত মার্চেই দেশে ফেরেন। কাশ্মীর যাওয়ার ইচ্ছে ছিল বহুদিনের। তাই দেশে ফিরেই স্ত্রী ও সন্তানকে নিয়ে কাশ্মীর ভ্রমণে যান। প্রসঙ্গত, মঙ্গলবার জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াভহ জঙ্গি হানা। সন্ত্রাসীদের গুলিতে নিহত ২৭ জন নিরীহ পর্যটক। কেউ গিয়েছেন হানিমুনে, কেউ আবার কাশ্মীর ভ্রমণের স্বপ্ন পূরণ করছিলেন, আচমকা কয়েকটা গুলিতে ঝাঁঝরা হয়ে গেল সবটা। চোখের সামনে স্বামী, সন্তানকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখলেন কেউ-কেউ। তাঁদের দাবি, নাম, পরিচয় জেনে এক এক করে গুলি করে মারা হয় ওই পর্যটকদের।

 পহেলগাঁও জঙ্গি হানায় মৃত্যু কলকাতার বিতানের